শেখ সাহেবের ৯৫তম জন্মদিন উপলক্ষ্যে অনেক ব্লগার শেখ সাহেব সম্পর্কে অনেক কিছু লিখেছেন; ব্লগারেরা নিজেদের খেয়াল খুশী অনুসারে শেখ মুজিবুর রহমানকে তুলে ধরেছেন: ব্লগারদের শেখ মুজিবুর রহমানের সাথে আসল শেখ মুজিবুর রহমানের মিল নেই।
বাংগালী জাতীয়াবাদকে শেখ সাহেব বুঝতে পেরেছিলেন, তিনি নিজেও বাংগালী জাতীয়তাবাদক ধারণ করতেন হৃদয়ে; তাই তিনি বাংগালী জাতীয়তাবাদের নেতৃত্বে চলে যান সহজেই; বাংগালী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংগালীদের অধিকার আদায়ের সনদ হিসেবে তিনি ৬ দফা রচনা করেছিলেন।
৬ দফায় যেভাবে বাংগালী সিটিজেনের অধিকরের কথা তিনি বলেছিলেন, লিখেছিলেন, বাংলাদেশ হওয়ার পর তিনি নিজেই তা কার্যকরী করার কোন সঠিক পদক্ষেপ নেননি। এবং দেশ স্বাধীন হওয়ার পর, তিনি একবারও ৬ দফার কথা তোলেননি; উনার অসফলতার কারণ এখানেই লুকানো ছিল।
তিনি জাতির থেকে ৩ বছর সময় চেয়ে নিয়েছিলেন: কথা দিয়েছিলেন যে, ৩ বছর পর তিনি সবকিছু ঘুচায়ে আনবেন: এটাও ছিল মহা ভুল; মানুষ হাত-পা ছেড়ে ৩ বছর শেষ হওয়ার জন্য অপেক্ষ করছিল: তিনি মানুষকে সাথে নিয়ে কিছু করার কথা ভাবতে অক্ষম হন। ৩ বছর শেষ দেশে দুর্ভিক্ষ হলো; বুঝতে পারেন উনার কি অবস্হা!
তিনি সমাধান হিসেবে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা ভাবলেন, কার্যকরী করার জন্য 'বাকশাল' গঠন করলেন; কিন্তু তিনি ও ৮/১০ তরুণ আওয়ামী লীগার ব্যতিত সবাই ছিল 'ক্যাপিটেলিজমে' বিশ্বাসী, বাংগালী মরলেও ক্যাপিটেলিস্ট হিসেবে মরতে চায়; সমাজতন্ত্র তো হলো না, তিনি প্রাণ হারালেন। তাঁর পরিবারের কেহ সমাজতন্ত্রে বিশ্বাস করতেন না: শেখ হাসিনা জিয়াউর রহমানের 'গালাকাটা' ক্যাপিটেলিজমে বিশ্বাসী।
ব্লগারেরা লোকমুখে গল্প শুনে কি সব আরব্য উপন্যাসের সিন্দাবাদের মত এক নতুন শেখ মুজিবের ক্থা লিখছেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


