পাপফুল
জন্মিলে মরতে হয়
আমরা মৃত্যুকে নিয়ে ভাবি
এভাবে ভাবতে ভাবতে এক সময়
নামাজ আসে,সাওম আসে,হ্জ্ব আসে
বোধ ও বিবেচনার গাছে জন্মে তাক্বয়া নামক ফুল
ভয় এসে উঁকি দিতে শেখায় পাঁচ ওয়াক্ত নামাজে
তারপর দেখি নামাজের শরীরে হাত পা জন্মাচ্ছে
এভাবে সাওম ও হজ্বের শরীরেও
নামাজের মনে নামাজ চলে যাচ্ছে
সাওমের মনে সাওম চলে যাচ্ছে
হজ্বের মনে হজ্বও
আমরা তাদের চলে যাওয়া দেখতে দেখতে
ফের তাক্বওয়াহীন হই
মৃত্যুকে ভুলে যাই
ঘর সংসারে মন দেই
তাক্বওয়াফুল মরে যেতে যেতে ওখানে জন্মে পাপফুল
পাপফুলের গন্ধ নেই
দৃশ্যত ফুল চরিত্রের ভুল নায়ক
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



