
ধূলোর মেকাপ
তোমরা অবন্তিকার নাম মনে রেখেছো, নিশ্চয়?
সে নাকি বড় হয়েছে এখন
অথচ এই তো ক’দিনের কথা
ধূলোর মেকাপে মুখ করেছিল সাদা
বাবা নাকি ফর্সার কিছু কিনে দেয়নি কোন দিন
সাজগোজ করতো ধূলো মেখে
টিকলিতে ফুঁড়ে দিত ভাঁটফুল
বাম হাতে বাঁধতো পাশের বাড়ির পলাশের হাত
সেই অবন্তিকা এখন ডবকা বসস্ত
দুলে মুচড়ে আছড়ে পড়ছে ডালে ডালে
উত্তাপে চোয়ালে ধরে আছে মেরুন সূর্য
ধূলোমুখে পড়েছে চিকচিকে চাঁদ
অথচ,এই অবন্তিকা আর অবন্তিকা নেই
ঠোঁটের কোণে এখন পৃথিবীজোড়া মেকাপ
হলুদ-হালকা অপ হোয়াইট,সব রঙের মেকাপবক্স
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৫ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



