
মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
ক্ষুধা আর সংসারের ফাঁদে পড়ে আছে পা
জীবন যে এ রকমই-
নিস্তার নেই-বরং আরো গভীরে যেতে হবে
ওখানে স্বপ্ন কুড়োতে হবে সমান হাতে
ধানবীজ পড়ে আছে-তাকে নিতে হবে
ফল ফুলের বাগান নিতে হবে
বেঁচে থাকার মাঠে-অনেক নেয়ার থাকে
শুনেছি,মোহাম্মদপুরে ক্ষুধা পড়ে আছে
ক্ষুধার বেলুন ঝুলিয়ে লেলিয়ে দিয়েছে কুকুর
কুকুরগুলো সাধারণ মানুষকে চাটতে যায়
ওহে জগতের কুকুর-
তোমরা বরং মানুষ হও-খোলস বদলাও,
মাঠে যাও,কোদাল ধরো হাতে
ওখানে ক্ষুধা নয়-স্বপ্ন কুড়াও
ওখানে ক্ষুধার নামে বোনা আছে ধানবীজ
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


