এইভাবে জীবনেও কিছু হৈব না। বাংলার মানুষ এই চল্লিশ বছর ধৈরা রাজনীতির হোগামারা খাইয়া কিছু শিখছে? কিছুই শিখে নাই। জনগণ চিরকাল আবাল ছিল, আছে এবং সম্ভবত থাকবে। এইটা শুধু বাংলাদেশ নয় বরং সারা দুনিয়ার মানব জাতির জন্যই প্রযোজ্য। এখন আমারে মানু জাতিরে অপমান করার জন্য গালি দিলে দিতে পারেন, সমস্যা নাই।
সচেতনতা সৃষ্টি হৈল আরেকটা বাল এবং ছাল। বিভিন্ন মরণঘাতী শারীরিক রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি কৈরাই কুল পাইতাছে না, আর এইটা তো কোন জায়গার কোন বালের সাংস্কৃতিক সংঘাতের মানসিক বৈকল্যের প্রাদুর্ভাব।
বাংলাদেশে নাকি চাইর কোটি মানুষের ঘরে ইতিমধ্যে কেবল লাইনের হিন্দি পৌছাইছে। তিন ভাগের এক ভাগ শেষ। আর বার কোটিরে কেমনে রক্ষা করা যায় সেইটা নিয়া চিন্তা করেন।
বাংলাদেশ টেলিভিশনের জন্য টেরেস্ট্রিয়াল টেলিভিশন সম্প্রচার সুবিধা সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান;
এবং জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশনের সমপ্রসারণ এবং উন্নয়ন অপরিহার্য;
এবং যেহেতু বাংলাদেশ টেলিভিশনের টেরেস্ট্রিয়াল সম্প্রচার সুবিধা সংরক্ষণ করার লক্ষ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
বিটিভি ব্যতীত অন্য কোন ব্যক্তি কর্তৃক টেরেস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার লক্ষ্যে কোন যন্ত্রপাতি ক্রয় বা সংগ্রহ করিতে বা অধিকারে রাখিতে পারিবে না৷
এই ধনের বাল মার্কা আইন বদলান। আমাগোর বেসরকারী দেশী চ্যানেলগুলি যতই বাল ছাল দেখাউক আমরা তাই দেখুম। বাল ফালাইলে দেশী বালই ফালামু, বিদেশী বালের কোন দরকার নাই।
প্রযুক্তিরে প্রযুক্তি দিয়া মোকাবেলা করেন।
মাইনষে যখন মাগনা পাচটা চ্যানেল দেখতে পারব, তখন কেউ আর টেকা দিয়া অতিরিক্ত দশটা চ্যানেল দেখতে যাইব না। মাইনষের টেকার দাম আছে। সাধারণ মাছ-ভাত বিনা পয়সায় খাইতে পারলে লোভী আর বোকচোদ ছাড়া কেউ ঋণ কৈরা নিয়মিত মাংস ভাত খাইতে যাইব না।
পাবলিকরে রাষ্ট্র যা খাওয়াইব পাবলিকে তাই খাইব। আমরা কি আগের সেই বিকাল তিনটা থিকা রাত একটা পর্যন্ত সীমিত সময়ের বিটিভি খাই নাই? পাবলিকে কি তহন কুত্তাপাগল হৈয়া গেছিল? পাবলিকে তহনও ঠিকই খাইত ঘুমাইত।
সব দেশ শালা প্রোগাপান্ডা চালায়। দেশপ্রেম নিয়া প্রোগাপান্ডা, সামরিক ক্ষমতা নিয়া প্রোগাপান্ডা, এমনকি মানব মানবীর ভালবাসা নিয়াও প্রোগাপান্ডা। আম্রিকার টিভি শোতে পারবারিক ভালবাসার উপরে প্রোগাপান্ডা চালায়, যাতে লোকজন পারিবারিক সম্পর্কের উপর জোর দেয়, রাশিয়াতে রাস্তায় রীতিমত বিজ্ঞাপন দিয়া প্রোগাপান্ডা চালায় যাতে মাইনষে অবিবাহিত না থাইকা বিয়া করে। ইন্ডিয়ার মত নেংটি মার্কা দেশ সেই সেলুলয়েডের আমলে ছাগল মার্কা দেশপ্রেমমূলক প্রোগাপান্ডা চাইলত বালমার্কা গানের মাধ্যমে একখান পতাকা উড়াইয়া আর গান গাইয়া। এহন কিছুটা উন্নত হৈছে। এহনও দেহেন গিয়া অধিকাংশ ছবিতেই একটু হোইলেও দেশপ্রেমের মশলা ঢুকাইয়া দিব।
আমরাই বাল প্রোগাপান্ডা ফ্রোগাপান্ডা কিছুই করতে পারলাম না।
বাকী যে জনগণ আছে তাগোরে সুলভ মূল্যে দেশী মাল খাউয়াইয়া অভ্যাস করান। কারও বালের ঠেকা পড়ে নাই নতুন একখান ভাষা যার কিচ্ছুই বুঝে না, কষ্ট কৈরা সেই ভাষায় অনুষ্ঠান দেখতে যাইব।
অনুষ্ঠানের মান মুন কোন কথা না। আপনের কাছে একটা ভাল আর একটা খারাপ জিনিস আইনা দিলে না আপনে বুঝবেন কোনডা ভাল কোনডা খারাপ। তাই দিতে হৈব একখান জিনিস, যাতে বুঝার উপায় না থাকে কোনডা ভাল আর কোনডা খারাপ। পাবলিকে ঐ খারাপটা খাইয়া রাইতে শান্তিতে ঘুম দিব। যারা কয় অনুষ্ঠানের মান ভাল তাগোরে ধৈরা থাপড়ানির কাম।
এক ফকিরে ভিক্ষা কৈরা ঢাকায় বাড়ী বানাইছে। বাড়ী বানাইয়া বড়লোক হৈছে। এহন অন্য ফকিরে তার কাছ থিকা ভিক্ষা কৈরা চাইল কিনা খায়। এহন ঐ মানওয়ালাগোর কথা হৈতাছে ঢাকার ভিক্ষুকের যেহেতু বাড়ী আছে অতএব সে একজন স্বাবলম্বী লোক। আমি রাস্তার ফকির থেকে বাড়ীওয়ালা ফকিরকে ভিক্ষা দেওয়াটাই সঠিক বলে মনে করি।
চুদানিগুলা কি দেহেনা যে পাশ্চাত্যের পোষাক, ভাষা আর জীবনধারনের সংস্কৃতিতে উপমহাদেশের বড় বড় চাইরখান ফুটাওয়ালা চালুনিতে ফালাইয়া এরা এইসব বালছাল নাচাগানা বাইর করছে? বিকিনি তো পরা যায়না তাই পিঠ আর পেট বাইর কোইরা শাড়ী পড়। বালের এই জগাখিচুড়ী মার্কা জিনিস দেখলে লাইত্থাইতে মন চায়। আমার কাছে বিকিনি পরা একটা মহিলারে এই পেট পিঠ বাইরকরা বিকৃত, জঘন্য, ভালগার শাড়ী পরা মহিলাগুলির থিকা বেশী শালীন লাগে।
ভিক্ষা যদি করতেই হয় তাইলে বড় বাপের কাছ থিকাই ভিক্ষা কর। সরাসরি পশ্চিম থিকাই জিনিস আমদানী কর। যৌনতা যদি আনতেই হয় তাইলে ঐ মুক্ত যৌনতাই আন, যেইখানে সবাই তার নিজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ, এই বালমার্কা ছিনালিপনার লুকাইয়া ছাপাইয়া আড়ালে আবডালে ভন্ডামীর যৌনতার কোন দরকার নাই। রান আর পেট দেখাইয়া এই সুড়সুড়িমুলক নাচরে কি আপনার সুস্থ কোন কিছু মনে হয়? এইটা একধরনের বিকৃতি বইলাই আমি মনে করি। এইসব অসুস্থ জিনিস থিকা মুক্তি চাই।
প্রযুক্তিরে প্রযুক্তি দিয়া মোকাবেলা করা হোক। আর ভিক্ষা করার দরকার পড়লে সত্যিকারের বড়লোক বাপের কাছে যা, আরেক ভিক্ষুকের কাছে যাইস না। আম্রিকার পাও চাটা ভারতীয়ের পা চাইটা হিন্দি না শিখা সরাসরি আম্রিকার পাও চাইটা ইংরাজি শিখ, তাও কামে দিব।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




