শেষ সে দেখেছিল তাকে, চাঁদের আলোয়,
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
সে চলে গিয়েছিল বিধ্বস্ত আর ক্লান্ত হয়ে।
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
কোন এক রাত্রির ধাঁধার মাঝে ফেলে,
অন্যজগতের অসীম শূণ্যতায়
সে আটকা পরেছিল, এক রক্তাক্ত বদ্ধ ঘরে
অসহায়ভাবে!!
সন্ধ্যার বাতাসে গাছেরা দুলছিল আর বলছিল তার কথা,
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছে।
সকল শোকসংগীত আর বিলাপে
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
একের পর এক আঘাতে সে চলে যাচ্ছিল
অন্যজগতের অসীম শূণ্যতায়
এবং শেষ আঘাতের সাথে
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
তার সময় হয়েছিল চলে যাবার
এবং ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
সকলের দৃষ্টির অগোচরে কিংবা গোচরে
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
তারাভরা আকাশের অসীম বিস্তৃতিতে
অন্যজগতের অসীম শূণ্যতায়
আর কোনদিন ফিরে আসার প্রতিশ্রুতি না দিয়ে
ছায়ার সাথে সে হেটে চলে গিয়েছিল।
অনুপ্রেরণাঃ
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




