তোমারই লাগিয়া, এ পথে বসিয়া কাঁদিয়াছি সারা দিন
অতঃপর তুমি পাথর ছুড়িলে, কাঁদি আমি দীনহীন।
তোমারই স্মরণে, আঁকিয়াছে ছবি ধূলাতে অশ্রুজল,
শত চিৎকারে কন্ঠের ধ্বনি হারাইয়াছে কলরোল।
তোমারই লাগিয়া, শূণ্য বাতাসে চাহিয়াছি অমিনেষ
বোশেখের খরে, শ্রাবণের ঝড়ে আর চৈত্রের শেষ।
তোমারই স্মরণে, ত্রিভূবন কোনে বাজাইয়াছি প্রেমবীণ
শুনিয়াও তুমি, উপেক্ষিলে আমার আমার সুরের ঋণ।
তোমারই লাগিয়া, হাটিতে হাটিতে এ দেহ ক্ষীনবল
আর কতদূর পাড়ি দিলে পথ, থামিবে তোমার ছল?
তোমারই স্মরণে, জীবন সপিলাম, সপিলাম এই মন,
যা কিছু আমার, তোমারই থাকিল, করিলাম নিবেদন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




