এপাশে চাই সবই দেখি, পাশ ফিরলেই হাঁটতে হচ্ছে আন্দাজে,
ভাও বুঝি না মানুষগুলোর, একেক জনের একেক রকম ধান্দা যে।
নতুন একটা চশমা ছাড়া জীবন কেমন হয়ে যাচ্ছে তেজপাতা,
পাশ কেটে ঠিক যাচ্ছি হেঁটে, মাম্মা তবু গা ঘেঁষে যায় ভেসপাটা।
সবাই কালা বিলাই খোঁজে, শুটকি হাটে নতুন নতুন চৌকিদার;
আমরা বাপু আমজনতা চুপসে থাকি অতএব হে ভয় কি আর?
ভাঙ্গা স্যুটকেস জাদুর চেরাগ, ঘষা খেলেই চোখে শর্ষে ফুল দেখি;
হাত বদলের জটিল খেলা- দেখছি চেরাগ অন্য হাতে ঝুলতে কি?
দিন বদলের তিন বছরে, আরো নতুন চারশ কোটির ব্যাংক মালিক
নতুন একটা চশমা ছাড়া জীবন বুঝি দুঃখ পোষার- এক শালিক
বেডরুমে খুন, রাস্তাতে গুম, পাহাড়াদার নির্ভাবনায় জ্যাক গোছান;
কি যে হচ্ছে, কি বেরোচ্ছে- থলে খুললে বেড়াল নাকি ব্যাঘ্র ছা?
আমরা সবাই আম জনতা, যা শুনি তাই নিচ্ছি মেনে- নির্দ্বিধায়;
খামোখা ক্যান, খ্যাতা প্যাঁচান, জানটা বাঁচান আগে- পরে অন্যোপায়।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১২ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





