এ কি বিদায় ?নাকি বিচ্ছেদ?
নাকি নতুন করে পাবার আশায় হারানো?
নাকি একঘেমির অবসান!
পাছে তেতো্ হয়ে যায় তাই তানপুরায়
নতুন সুর তোলা?
বিচ্ছেদেরও যে কিছু দেবার আছে
বিষাদ সাগরে যে তৃপ্তির আনন্দ
তা কি কবি তোমায় ছুয়েছে কখনো?
তাহলে কেনো এই বিদায় সাজ?
কেনো হারাবার ভয়?
কষ্টের রং নীল হলেও ওটাই তো আকাশের রূপ
সময় যতই নিষ্ঠুর হোক তবুতো তার সাথে চলা।
যে মাঝির কাছে দু'কূলই সমান
তার আবার দুঃখ কিসে?
হারিয়ে যে পাবার আশায় পথ চলে
সেই তো প্রকৃত পথিক।
দ্ব্বিধাবিভক্ত একলা বলে যাওয়া কথাই যদি কবিতা হয়
তবে কবির মন বিষাদ মাখা কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




