দুইশ'র বেশী আসন নিয়ে যে আওয়ামীলীগ ক্ষমতায় আগমন , সন্মান জনক বিদায়টা ও তার কপালে ঝূটবে কিনা সন্দেহ আছে । আলামত মোটামুটি স্পষ্ট । যে আওয়ামীলীগ এর থাকার কথা সিংহের গর্জন সে আওয়ামীলীগ আজ যুদ্ধ বিধ্বস্ত এক ম্রিয়মান সৈনিক । রাজ্যের হতাশা তাদের চোখে মুখে ।
অথচ ঠিক উল্টা ঘটনা আওয়ামীলীগ এর মিত্র বাম দল কিংবা জাতীয় পার্টির ক্ষেত্রে । যে বাম দল এর অস্তিত্বই থাকার কথা না তারা আজ ও হুঙ্কার ছাড়ে নেকড়ের মত । ইনু সাহেব প্রায়ই বলে ওঠেন বেগম জিয়া কে রাজনীতি থেকে সরে যেতে হবে । আফসোস হয় আওয়ামীলীগ এর জন্যে । তারা কথায় কথায় বলে ওঠে জামাত পরগাছার মত বিএনপি কে খেয়ে ফেলছে । অথচ তাদের ই খেয়ে ফেলল কূল কিনারাহীন বামপন্থীরা । সাম্য বাদী দলের নাম নাই নিশানা নাই । সে দলেও একজন মন্ত্রী আছেন ।সে মন্ত্রী বাংলাদেশের শিল্প উন্নয়নে কি ভূমিকা রাখছে ঠিক জানা নাই , তবে পত্রিকার খবর তিনি নিজের উন্নয়ন নাকি ভালো করেছেন । তার এপিএস পুরাদস্তর ছাত্রদলের নেতা । এখনো ছাত্রদলের মিটিং মিছিলে সামনে থাকে । সাড়ে ৪ বছরে ও সরকারী লোকজন টের পায় নাই । এমপি ও আছেন একজন শাহ জিকরুল ইসলাম । যিনি কিনা আব্দুল কুদ্দুস মাখন এর আসন থেকে পাস করা । আর মেনন সাহেব এর আমলে তো ভিকারূন্নেসা কে চরম মূল্য দিতে হয়েছে ।
আর এরশাদ সাহেব তো এখন জাতীয় পীর । দুয়ার খনি নিয়ে বসছে । এমুন ফু দিছে যে আজমত উল্লাহর নিজের কেন্দ্রে ও ফেল মারতে হইছে ।
পদ্মা সেতু , হলমার্ক , ডেসটিনি সহ বড় বড় আর্থিক কেলেঙ্কারির পর আওয়ামীলীগ এমনিতেই দূর্বল হয়ে পরেছে তার ওপর বাম ও এরশাদ সাহেব এর মত মিত্র আর নানা উপদেষ্টার পদে আমলাদের ছড়াছড়ি নৌকা ডুবির মাত্র টা তীব্র থেকে তীব্র করেছে মাত্র ।
অথচ এই আওয়ামীলীগ এ এখনো রয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের অনেক রূপকার , যাদের নিয়তি শেষ বয়েসে দেখে যাবে সোনার বাংলার মাটিতে তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ এর কফিনে পেরেক ঠুকছে বঙ্গবন্ধুর চামড়ায় জুতা বানানোর বাম কারিগররা ,আওয়ামীলীগ এর কাধে চড়ে ।। সেলুকাস , সত্যি বিচিত্র এই রাজনীতি ।।।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





