Click This Link
তারই উত্তরে আমি এই কবিতাটা লিখি.....
আকাশের মেঘ আর বৃষ্টির সুরে
পাখির ডানার কোলে দেশ বহুদূরে
প্রজাপতি রামধনু হয়ে যেথা রয়
সে দেশেতে যেতে আমার মন নাহি চায়-
যদি তুমি হীনা সুখ সেথা পেতে হয়
নরকেও রব আমি ভাল এর চেয়ে।
কেন দেবে না কষ্টগুলো, সেতো তোমার একার নয়
সব্ই নেব ভাগ করে যদি পেতে হ্য়
ভালবাসা সব যদি নিয়ে নেইও
সে বুক খালি হবে না কভূ ভুল করেও
কষ্ট দেবে না বলে করো না ভ্রমিত
তোমার কষ্ট মুছেই আমার সুখ নিহীত।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



