.......
........
...............
আমাদের মানুষদের আসলে ২ টা রূপ একটা হচ্ছে আমাদের শরীর আরেকটা আমাদের মন,শরীর প্রয়জন আমাদের জৈব
1. আপনার বান্দবি/বন্দু যদি কোথাও বেডাতে যায়,তাকে বলুন আপনি তার জন্য খুব উদ্বিগ্ন থাকবেন,আপ্নি তার জন্য একটা বডিগার্ড নিয়োগ দিতে চান তারপর তাকে একটা গার্ড এর ড্রেস পরা চোটও পুতুল উপহার দিন অথবা ভাল্লুক এর আকারের ছোট্ট একটা পুতুল উপহার দিন।
2. যারা বিবাহিত তারা এক বাক্স অন্ধকার হয়ে গেলে জলে এমন তারা কিনুন তারপর তা আপনার ব্যাডের উপর চাদের সিলিং এর সাথে গাম দিয়ে লাগিয়ে দিন,সেখানে লিখে দিতে পারেন ‘’I LOVE U’’রাতে যখন লাইট বন্দ করবেন তখন তা দেখা যাবে।
3. কোন একটা বিশেষ দিনে ১১ টা ফুল কিনুন তারপর আরও একটা প্লাস্টিক এর ফুল কিনুন তারপর সাথে লিখে দিন অথবা বলুন ‘আমি তোমাকে ততদিন ভালবাসবো যতদিন এই ফুল না শুকায়’
4. আপনার বান্দবির নামে একটা ব্লগ একাউন্ট খুলুন তারপর সেটাকে ফুল দিয়ে সাজান এবং তাকে কম্পুটার এ ওয়েব addres টাইপ করতে বলুন ।
5. একটা সুন্দর দেখে আয়না কিনুন তারপর তার বাক্সে লিখুন .........
”এই আয়নাতে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটার ছবি দেখতে পাবে’’
আপনার বউ/বান্দবি/বন্দুকে তা উপহার দিন।
6. একটা বই কিনুন তারপর সেটাতে পেন্সিল দিয়ে আন্ডার লাইন করুন যেমন............
The palace was a labyrinth, their passage through it tortuous and interminable. Initially they passed from building to building under the sodden sky. Steve's feet ached; he might have laughed at himself, the tireless traveler, grown too soft from his months in the city to walk any proper distance. Abruptly the guards halted.
এখানে একটা মেসেজ আচে আপনার বান্দবি/বন্দু কে সেটা খুঁজে বের করতে বলুন।আচ্চা আপনারা বলুন তো এখানে কি লেখা আচে আন্ডার লাইন এ.........
7. আপনার বান্দবি/বন্দু যেখানে চাকরি করে সেখানে একতোডা ফুল পাঠান তাহলে সে তার collegue দের কাচ থেকে কমেন্ট পাবে একটু আলাদা খাতির ও পেতে পারে যেটা তাকে মজা দিবে।
8. যখন আপনি আপনি আপনার বান্দবির/বন্দুর সাথে রাস্তা দিয়ে হাঁটবেন,রাস্তা থেকে একটা পাথর কুডিয়ে নিন আপনার সঙ্গীকে বলুন আপনি এটা রেখে দিতে চান আপনাদের স্রিত্মি হিসাবে ।কয়েক দিনপর সেটাতে রাপিং পেপার মুডিয়ে তাকে উপহার দিন।সাথে লিখুন ......’’I LOVE U’’
9. কোনদিন দূরে কোথাও চলে যান তারপর আকাশে মেঘ এর সাথে খেলা করুন মেঘ এর আকার দিয়ে বাচ্চার আকার বানানোর চেষ্টা করুন অথবা বাচ্চার আকার মেলানোর চেষ্টা করুন তারপর তাকে বলুন।সে মজা পাবে।
10. একটা কাগজ নিন তারপর তাতে সূর্যের আকার এর মত করে একটা স্মাইলি আঁকুন সাথে একটা ভালবাসার চিনহ আঁকুন তারপর তার ঠিকানায় পাঠান একটা ব্যস্ত দিনের মাথায় সে এটা পেলে খুশিও হতে পারে।
11. একটা কবিতা মুখস্ত করুন তারপর তাকে নিয়ে নির্জন কোন জায়গায় বেডাতে যান যেমন বোটানিক্যাল গার্ডেন,কোন একটা রোমান্টিক মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে কবিতাটা পাঠ করুন।
আজ এই পর্যন্ত ............চলবে
দ্বিতীয় কিস্তি
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




