প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
আজ আপনাদের জন্য ..................
১২ একটা সুন্দর দেখে কাঠের বাক্স কিনুন তারপর তাতে কিছু টিসু পেপার রেখে দিন সাথে মেসাজ অয়েল,সাথে ছোট একটা নোট লিখুন ......
I know a great Masseur.
For an appointment,ring:
(Your Phone Number)
এটা এমন জায়গায় রাখুন যেন আপনার সঙ্গী কাজ থেকে ফিরে খুব সহজে দেখতে পায়।
১৩ কোন একদিন হয়ত অফিস থেকে ফিরে দেখলেন আপনার সঙ্গী ঘরের কাজ সামলাতে সামলাতে খুব ক্লান্ত হয়ে পরেছে,আপনি তাকে একটু রেস্ট নিতে বলুন তারপর একটু পানি গরম করুন,তারপর তাকে নিয়ে একটা লম্বা সাওয়ার নিন,তাকে পাঁজাকোলা করে বিছানায় নিয়ে আসুন তারপর তাকে ছোট করে চুমু খান,আপনার সঙ্গী অনেক খুশি হবে একদিন করেই দেখুন না।
১৪ এটা করার জন্য আপনার একটা সিডি প্লেয়ার দরকার হবে,কোন এক বৃষ্টির দিনে আপনার সঙ্গীর একটা প্রিয় গান চেডে দিন,তারপর তাকে নিয়ে নাচুন,মজা করুন উপভোগ করুন একে অপর কে।
১৫ যদি আপনার সঙ্গীকে রাত জেগে কাজ করতে হয়,তার জন্য আপনি রাতের খাবার/টিফিন/সাপার রাখুন ,টিফিন টা হতে পারে ...চকলেট,হারবাল চা,কেক,একটা ছোট পুতুল............এগুলো একটা টিফিন বাটিতে রাখুন,সাথে একটা ডেঞ্জার চিনহ আঁকুন আর লিখে দিন ‘‘...............Late Night Survival Pack’’
এটা গাম দিয়ে লাগিয়ে দিন,আপনার সঙ্গীকে বলুন যখন কাজ করতে করতে বিরক্ত হবে তখন এটা খুলতে।
১৬ যখন আপনি আপনার সঙ্গী কে নিয়ে কোন পার্ক এর রাস্তা দিয়ে হাঁটবেন তখন তাকে দোলনাতে উঠতে দিন,তাকে নিয়ে কিছুক্ষণ দোলান এটা তাকে তার ছোট বেলার স্রিতি মনে করাবে যা তাকে আনন্দ দিবে।
১৭ একটা লম্বা দাঁটওআলা গোলাপ এমন জায়গায় রেখে দিন যেখানে সহজে খুঁজে পাওয়া যায়,সাথে একটা নোট লিখে দিন
“ধন্যবাদ আমার জীবনে আসার জন্য’’
১৮ যদি আপনার সঙ্গী নতুন কোন কাজে যোগদান করে,আপনি একটা কাজ করুন,একটা মেসেজ রেকর্ড করুন আপনার মোবাইল এ সেটা হতে পারে এমন
“আমার তোমাতে অগাদ বিশ্বাস তুমি পারবে” সাথে কিছু ভালো মিউজিক অথবা নিজের মত কিছু।
তারপর যখন সে কাজে যাবে তাকে এগিয়ে দিন সাথে আপনার রেকর্ড করা গানটা অথবা মেসেজ টা শুনতে দিন এই সময় আপনি তাকে তার যানবাহন ঠিক করে দিন।অথবা আপনার যদি নিজের গাডি থাকে তবে তাকে গাডিতে বসে সেটা সুনতে দিন।
১৯ যদি আপনার সঙ্গী কোন পোষা জন্তু পোষে তাহলে তাকে কোন এক বিশেষ দিনে একটা উপহার দিন সাথে তার পোষা জন্তুর জন্য ছোট একটা গিফট নিয়ে হাজির হোন।
২০ কোন একদিন আপনার সঙ্গীকে নিয়ে কোন এক নদী অথবা সমুদ্র তীরে হাজির হোন ,বালুতে একটা বিশাল লাভ চিনহ আঁকুন তারপর তার মাজখানে বসে সূর্য অস্ত দেখুন।
২১ কোন একদিন তাকে নিয়ে দূরে কোথাও গুরতে চলে যান,তাকে আগে থেকে না জানালে মনে হয় ভালো হবে।
২২ আপনি যদি কোন বাদ্য যন্ত্র বাজান তবে তাকে কোন এক রোমান্টিক মুহূর্তে তাকে তার কোন এক প্রিয় গান এর শুর তুলে শুনান।
একটু চেষ্টা করলে আমরা আমাদের জীবন টাকে অনেক রঙ্গিন করে তুলতে পারি,আসুন সকল গোডামি জেডে ফেলে আমাদের জীবন করে তুলি অর্থবহ।
আজ এই পর্যন্ত।চলবে..................
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




