প্রিয় পাঠক,
সম্প্রতি প্রথমআলো সহ বেশকিছু জাতিয় দৈনিকে দেখলাম বাংলাদেশ থেকে নাড়ি গৃহ পরিচারিকা নেয়ার ব্যেপারে সৌদি বাদসা নাকি বেশ আগ্রহি। তো চলুন দেখা যাক এই মহৎ উদ্দেশ্যের পিছনে কি কারণ থাকতে পারে।
১। ব্যত্তি অধিকার সংরক্ষণে এত কঠোর নিয়ম অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ আছে। তো এত কঠোর আইনের শাসন নিশ্চয় নাড়িদের ব্যত্তিগত সুরক্ষার পূণ নিশ্চয়তারই ইঙগীতবাহি। তো আমাদের দেশের অরক্ষিত/সুবিধাব্নচ্ছিত নাড়িদের সুরক্ষা দেয়ার এই মহৎ উদ্দশ্যকে আপনি কোনো ভাবেই ছোটো করে দেখতে পারেন না।
২। আরবিয়রা আমাদের মত বাঙাল না। ওদের জ্ঞ্যান বিজ্ঞ্যানের চর্চা দেশে বিদেষে ব্যপকভাবে সমাদ্রিত। যার নমূনা সরুপ বলা যায় প্রতিবছর প্রায় সবকটি নোবেল পুরস্কারই তারা বগলদাবা করেন। এমন জ্ঞ্যান বিজ্ঞ্যানের তির্থ ভূমে আমাদের দেশের অবলা অশিক্ষিত নাড়িদের গমনের সংবাদে আনন্দের আতিসয্যে শরিরের সব লোম খারা হয়ে যাচ্ছে।
৩। নাড়ি পুরুষ সমান অধিকার সংরক্ষণে সৌদি সরকার বদ্ধপরিকর। আর সেজন্য কর্মক্ষেত্রে ৬ শতাংশ নাড়ি থাকলেও বাকি ৯৪ শতাংশকে তারা বাসায় গৃহ পরিচারিকা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিলো যা তাদের মহান প্রজ্ঞারই বহিপ্রকাশ।
৪। বাংগালরা বাসায় গৃহ পরিচারিকা রাখলে তার উপর অনেক অত্যাচার করে। তাকে দাসীর মত নির্যাতন করে। অতচ দেখুন সৌদিরা কত সভ্য। আপনার আপনজনদের পরম মমতায় লালন পালন করার শত শত মহান নজির উপস্হাপন করে ইতিমধ্যে তাদের বেশ কয়েক জন নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন বলে জানা গেছে।
এই ভিডিওটা একবার অন্তত দেখুন। মরার আগে মহত্তের এমন নিদর্শন না দেখতে পারলে আপনার জীবন আসলেই বৃথা।
সূত্র:
http://www.youtube.com/watch?v=Ge9dyWzxDAs
Click This Link
তো আজ এ পর্যন্তই। সামনের পর্ব পড়ার আমন্ত্রন রইল।
পরের পর্ব
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




