এবারের বইমেলায় তিনটি বই প্রকাশের কারনে আদর্শ প্রকাশনীকে মেলায় স্টল দেয়া হয়নি। তিনটি বই এর মাঝে একটি বই হচ্ছে '' অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা'' । বই তিনটি মেলায় স্থান না পেলেও নিশিদ্ধ করা হয়নি বিধায় বইগুলো এখন বিভিন্ন বই এর দোকানে বিক্রি হচ্ছে। বইটা আমি এখনো পড়িনি। চেষ্টা করছি হাতে পেতে। ''অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা'' বইটির প্রচুর রিভিউ অনলাইনে এসেছে যার মাঝে একটি নীচে শেয়ার করছি। ব্লগে বইটির রিভিউ শেয়ারের কারন হচ্ছে , বইটির লেখক এই ব্লগের একজন গুনী ব্লগার এক নিরুদ্দেশ পথিক । আমরা সবাই জানি somewhereinblog লেখক গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম। এই ব্লগের লেখকদের বই প্রায়শই বইমেলায় প্রকাশিত হয়ে থাকে। ব্লগের কবি/ লেখকেরা যদি ব্লগের বাইরে প্রশংসিত হন, তাহলে সেই প্রশংসার কিছুটা দাবীদার এই ব্লগও। আমরা যারা ব্লগে মুলত পাঠক , তাদের জন্য এই ব্লগ এমন একটা মুক্ত আলোচনার মঞ্চ যেখানে গুনীজনদের সাথে মতবিনিময়ের সুযোগ মেলে।
উন্নয়ন কী? উন্নয়ন ও টেকসই উন্নয়নের পার্থক্য প্রায়োগিক অর্থে আসলে কী? আমাদের উন্নয়ন দর্শন কী? সেখানে কোনো ক্ষত আছে কি? আমাদের সাধারণ মানুষের জীবনে উন্নয়নের জোয়ার ও অপ্রতিরোধ্য উন্নয়ন কী অর্থ বহন করে— তার দুর্দান্ত এই ব্যাখ্যা হচ্ছে এই বই। উন্নয়ন কাদের জন্য করা হয়, কীভাবে অবকাঠামোগত উন্নয়ন হওয়া উচিত তা এই পুস্তকের মূল আলোচ্য। বইটিতে উন্নয়ন দর্শন এবং উন্নয়ন বাস্তবায়নকে খাতভিত্তিক আঙ্গিকে অত্যন্ত ক্রিটিক্যালি বিশ্লেষণ করা হয়েছে। ‘উন্নয়নের জোয়ার’, ‘অপ্রতিরোধ্য উন্নয়ন’, ‘উন্নয়নের মহাসড়ক’, ‘উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য বাংলাদেশ’ এসব প্রপঞ্চের অর্থটা মানুষের জন্মে, বেড়ে ওঠায়, যাপিত জীবনে, তার শিক্ষায়, চিকিৎসায়, কর্মসংস্থানে, নিরাপত্তায়, তার চারপাশের মাটি পানি বাতাস প্রাণ ও পরিবেশে ঠিক কী অর্থ বহন করে তা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা হয়েছে বইতে। উন্নয়ন বাংলাদেশের সাধারণ মানুষের ‘মানসম্পন্ন নিরাপদ পরিবেশবান্ধব সভ্য জীবনের’ টেকসই সংজ্ঞা হয়ে উঠেছে কি না তা বিভিন্ন প্রবন্ধের আলোকে উপস্থাপন করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে এবং সার্বিক অবকাঠামো দর্শনে কোনো ক্ষত আছে কি না, উন্নয়নের প্রপঞ্চ নির্মাণে রাজনৈতিক বাহাস ও স্ট্যান্টবাজির বিষয় আছে কি না তা দেখিয়েছেন লেখক। বাংলাদেশের উন্নয়ন দর্শনে অনেক সত্য-মিথ্যা ও মিথ আছে; কিন্তু জীবন আছে কি? সুত্র ঃ view this link
এছাড়াও বইমেলায় আদর্শের স্টল না পাওয়া নিয়ে একটি কলাম প্রথম আলোয় এসেছে যেখানে লেখক ''অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’ এবং ''উন্নয়নের বিভ্রম'' সম্পর্কে বলেছেন - লেখকেরা তাঁদের অবস্থান থেকে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের ব্যাপারে সরকারি ভাষ্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্যের স্বপক্ষে তাঁরা তথ্য-উপাত্ত-পরিসংখ্যান হাজির করেছেন। তাঁরা দেখাতে চেয়েছেন যে এক দশকের বেশি সময় ধরে যে অর্থনৈতিক সাফল্যের কথা বলা হয়েছে, তাতে দেশের সার্বিক পরিস্থিতি প্রতিফলিত হয় না; বিভিন্নভাবেই উন্নয়নের এ ভাষ্যকে প্রশ্ন করা যায় এবং তা করা দরকারও। সুত্র ঃview this link
ব্লগার '' এক নিরুদ্দেশ পথিক'' এর কাছে অনুরোধ ব্লগে আবারো নিয়মিত লেখার জন্য।