গত পরশু কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহর। বন্যার সময় আমরা জানি যে নদী ভাঙ্গনের ফলে নদীর পানি ঢুকে পড়ে গ্রামে , শহরে। কিন্ত বৃষ্টিতে যে একটি শহর ডূবে যেতে পারে তা আমাদের চিন্তা চেতনার বাইরে !! তবে এসবই আসলে উন্নয়নের কারিশমা। অপরিকঅল্পিত নগরায়ন নিয়ে যে ক্যরিশম্যটিক উন্নয়নের গীতিমালা রচিত হয় , সেই রচনার কারিশমাই ভোগ করছে নগরবাসী । তবে মুশকিল হচ্ছে জীবিকার তাগিদে যাদের বাসার বাইরে বের হতে হয় তারা এই কারিশমা বুঝতে পারে না। হুদাই ফেসবুকে পোস্ট দেয় যে , কয়েক ঘন্টা জ্যাম ও পানিতে সাতাঁর কেটে কোনমতে জান হাতে নিয়ে বাড়ী ফিরেছে!! -
কি চিনতে পেরেছেন জায়গাটা? আমাদের সবার প্রিয় নিউমার্কেট এটা। পত্রিকায় দেখলাম যে, পানি ঢুকে দোকান পাঠের জিনিষপত্র সব নষ্ঠ হয়ে গেছে। ব্যবসায় বিড়াট লস খাওয়া এই ব্যবসায়ীরাও উন্নয়নের কারিশমা বুঝতে পারছে না!!
ঢাবির ফুলার রোড। সাতরিয়ে ক্লাস করতে যাওয়া শিক্ষার্থীরা হয়ত ক্লাসে বসে নীল দলের শিক্ষকদের উন্নয়নের কারিশমার নোট নিচ্ছে !!
বুয়েট ক্যম্পাস হল। চেয়ারের উপড় পা গুটিয়ে বসে পড়তে পড়তে হয়ত শিক্ষার্থিরা কবে উন্নয়নের কারিশমার এই দেশ ছাড়বে সেই দিন গুনছে!
মিরপুর। পত্রিকায় এসেছে মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনসহ নিহত ৪!! এটাও উন্নয়নের কারিশমা !
ধানমন্ডি ২৭ রোড। এই এলাকায় একেকটা ফ্ল্যটের দাম শুনেছি কয়েক কোটি টাকা। ফ্ল্যটবাসীদের নাগরিক সুবিধাও উন্নয়নের কারিশমারই অংশ !!
ছবি সুত্রঃ গুগল
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৪