নিমো বলেছেন: আমি আশ্চর্য হই নি, যখন দেখেছি কিছু কুলাঙ্গার তথ্য, প্রযুক্তি, যোগাযোগ এসব মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দািয়ত্ব পেয়েছে। আর এখন ব্লগ সহ সামাজিক মাধ্যমে এসব জানোয়ারের নূতন করে জানার নেশা পেয়েছে। এসব কুকুরগুলোর নিজেদের জন্মের খো্জ আগে নেয়া দরকাী, তারপর না হয় দেশের জন্মের খো্জ নেবে। আর শেরজা, আমি নই সহ আরও যাদের প্রশ্নের চুলকানি, তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দারুন সুযোগ দিয়েছে, বিনা ভিসায় পাকিস্তান যাওয়ার। দেশে যেহেতু ইতিহাস বিকৃতি ঘটেছে, তাই পাকিস্তানে যেয়ে গবেষণা করে আমাদের সঠিক সংখ্যাটা জানানোটা উনাদের কর্তব্য, সেটা শূন্য হলেও আমি মেনে নেব। পাকিস্তান নিশ্চয়ই ইতিহাস বিকৃতি করে নি। কারণ নিজামি, মুজাহিদ যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির পর তাদের শোক প্রকাশ দেখার মত ছিল। পাকি ভায়েরা অবশ্যই সঠিক সংখ্যা জানে। তাই আমার নিবেদন দেশের এই মুহূর্তের সবচেয়ে জরুরি এই প্রশ্নের উত্তর জেনে আপনাদের উত্তপ্ত ঘিলু ঠান্ডা করুন ও আমাদের বাধিত করুন।
শেরজা তপন বলেছেন: সুপ্রিয় নিমো, এই দেশ আমার দেশ। এই দেশের মাটিতে দাঁড়িয়ে চিৎকার করা প্রশ্ন করা আমার অধিকার।
কিছু হইলেই রাজাকার, পাদা আর পাকিস্তানে পাঠিয়ে দে। বিরাট আমার দেশ প্রেমিক আসছেন উনি। আপনার বাপের কেনা দেশে থাকিও না- আপনার চৌদ্দগুষ্টির পয়সায় খাইও না। এইসব ডায়লগবাজি অন্য জায়গায় কইরেন। আমি দেশে থেকে সরকারকে যে ট্যাক্স ভ্যাট দিই সেটা আপনার জমিদারি থেকে না। যে কোন প্রশ্ন আমি করতে পারি- এই ব্লগে সেই অধিকার আমার আছে। যাকে প্রশ্ন করি তার সমস্যা নাই কিন্তু আপনার এত চুলকায় ক্যান ভাই?
নিমো বলেছেন: আরে শেরজা চামার যে, তা চামড়া ব্যবসায়ীর চামড়াতো আরও মোটা হওয়ার দরকার। আপনাকে রাজাকার, পাদাতো বলি নি। চোরের মন পুলিশ পুলিশ হলে হবে। আপনাকে পাকিস্তানে পাঠাতেও বলিনও। বলেছি পাকিস্তানে যেয়ে গবেষনা করে সঠিক তথ্য দিতে। ট্যাক্স, জমিদারির কথাও আমি বলি নি। াবশ্য সামন্তবাদের মোটা মাথাশ এসব ঢুকবে না। এড রেগে যায়েন না, এখন ক্সমতা আপনার কখন আবার হত্যা মামলায় ফঁাসায় দেন কিংবা বুলডোজার পাঠায় দেন। আপনারাই এখন দেশের নূতন বাপ কিনা।
ব্লগ কতৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করে কোন লাভ আছে কিনা জানি না। কা_ভা নামে কোন ব্লগ মডারেটর আছে কিনা তাও জানা নাই। তারপরেও প্রতিবাদ জানানোর উদ্দেশ্যেই এই পোস্ট দেয়া। জনাব নিমো কি ব্লগের নীতিমালা ভঙ্গ করে নাই? এমন নোংরা ব্যক্তি আক্রমনমুলক কমেন্ট করার পরেও যদি সেই কমেন্ট কতৃপক্ষ মুছে দিয়ে ব্যবস্থা না নেয় , তাহলে ব্লগিং নীতিমালাটা ব্লগ থেকে সরিয়ে ফেললেই হয় !!
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




