আমরা বাংলাদেশী-৩
বেশ কিছু দিন আনন্দেই কেটেই গেল।সব সময় ড.ইউনুসের কথা ভাবতাম, কারন আমি যখন দেশে ছিলাম তখন থেকে ই আমার ধারনা ছিল এক দিন না এক দিন তিনি নোবেল জয়ই বাঙ্গালী হবেন। সেই আশা যখন পুরুন হল তখন আনন্দ ত আমারেই হবে।
এর পর যারাই আমাকে জিজ্গাস করতো''তুমি কোন দেশী?' বুক ফুলিয়ে বলতাম আমি, আমরা বাংলাদেশি।
কিন্তু সেই আনন্দ বেশী দিন থাকে নি, থাকতে দেয় নি বলাটাই ভাল হবে।
২৮ই অক্টোবর আবার আমাদের সেই প্রিয় বাংলাদেশ কে জাজিরা চ্যানেলে দেখতে পেলাম। কিন্তু এবার বাংলাকে দেখে আমি নিজেই চমকে উটলাম।
একি ! এটা কি আমাদের বাংলাদেশ? আমরা কি শান্তির জন্য নোবেল পেলাম? নাকি...........
অন্যদের কথা আর নাইবা বললাম। তার পর টানা ৫-৬ দিন জাজিরার এক সাংবাদিক কে আমাদের ঢাকা হতে রিপোট করতে দেখলাম। সেই আরবি ভাষাতেই রিপোট করল কিছুই বুঝতে পারিনি, শুধু শেষের শব্দ গুল বুঝলাম'' তারিক আল-জাজিরা ঢাকা''
অনেকে আমার দিখে তাকিয়ে জিজ্গাস করে, কি হল?
কি বলবো আমি। আরবি ভাষায় যতটুকু সম্ভব বুঝাতে চেষ্টা করি কিন্থু শাক দিয়ে কি মাছ ডাকা যাই?
এখন যেই জিজ্গাস করে তুমি কোন দেশি? ১০ সেকেন্ড সময় নিয়ে বলি
''আমি বাংলাদেশি, আমারা বাংলাদেশি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



