হুমায়ূন আহমেদের জন্মদিন আজ।
আজকে কিন্তু আমাদের সুশীল হওয়ার বিরাট একটা চান্স চলে যাচ্ছে। হুমায়ূন আহমেদের গোষ্টি উদ্ধার করে ভাব মারার জন্য আজকেই উপযুক্ত দিন।
তিনি বাজারী লেখক, উনি যে লেখাগুলো লেখেন সেগুলো যেকেউই লিখতে পারেন, উনার লেখাগুলো তৃতীয় শ্রেনীর পাঠকদের জন্যই লেখা- এই ধরনের কথা বলে ভাব মারার সাথে নিজেকে হালকা আতেলও প্রমান করা যেতে পারে।
সুতরাং এসো হে বাঙ্গালী ভাইয়েরা আজকে আমরা সুযোগের সদ্ব্যাবহায় করি।
যারা আরেকটু খুতখতে তারা তার ব্যাক্তিজীবন নিয়েও কথা বলা শুরু করতে পারেন। এতে করে কিন্তু আরেকটা লাভ হবে। পরোক্ষভাবে সবাইকে বোঝানো যাবে যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র।
যারা নিজেকে একটু বেশী জ্ঞানী প্রমান করতে চান তারা যায়গামতো রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র-র কথাও আনতে পারেন। তাদের বই আপনি আদৌ পড়েছেন কিনা সেটা অবশ্য বেশী জরুরী না।
এসো বাঙ্গালী! এই সুযোগটাকে হেলায় হারিয়ো না।
আজকে এসো সবাই মিলে সবাই মিলে সাজি সুশীল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




