প্রধান বিরোধীদল বিএনপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দৈনিক যুগান্তরের এক স্টাফ রিপোর্টারকে লাঞ্ছিত করার অভিযোগে সেখানে দায়িত্বরত সাংবাদিকরা তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেন।
আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মান্নান মারুফ জানিয়েছেন, দায়িত্বরত অবস্থায় পৌনে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় দৈনিক যুগান্তরের রিপোর্টার হাসান শিপলুকে বিএনপির এক নেতা লাঞ্ছিত করেন। এ সময় আরও কয়েকজন নেতাকর্মী ওই রিপোর্টারকে মারধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা অন্য সাংবাদিকরা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিএনপির সংবাদ সম্মেলন বয়কট করার ঘোষণা দেন।
বিকেল ৩টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সিনিয়র নেতারা বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।
সূত্রঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




