একটি স্বর্ণালী সকাল চাই !
রুদ্রস্নাত একটি সকাল চাই,
স্বর্ণীল বর্ণের একটি সকাল চাই।
যে সকালে ঘুম থেকে উঠে দেখব অন্য এক ঢাকা নগরী।
জ্যাম নেই, অসহ্য কোলাহল নেই, নেই বাতাসে সীসার গন্ধ।
এমন একটি সকাল চাই -
প্রেয়সীর বাঁকা ঠুটের হাসির মত হাস্যোজ্জ্বল।
যে নগরীর জল হবে মাধবকুণ্ডের ঝর্ণা ধারার মত টলমল।
সেই স্বর্ণালী সকাল চাই-
থাকবেনা পথে পথ-শিশু, বাজবেনা কানে কর্কশ হর্ণ,
কলুশ মুক্ত স্বপ্নের এক নগরী,
সদা প্রফুল্ল সব নাগরীকের মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





