একজন শেখ মুজিব কিংবা একজন মেজর জিয়া দেশের জন্য কি করে গিয়েছেন সেটা এক পোস্টে বুঝানো সম্ভব না। আর আপনি যদি দলীয় চশমা চোখে দিয়ে ব্লগে লগইন করেন তো কখনই বুঝানো সম্ভব হবে না। শেখ মুজিব দেশের জন্য জীবন বাজি রাখার সময় চিন্তা করেনি যে আপনি আওয়ামীলীগের দালালী করার সময় উনাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, মেজর জিয়া তার সিনিয়র অফিসারকে খুন করার সময় এটা চিন্তা করেননি যে ৪২ বছর পর আপনি উনাকে ব্লগে বেচে দিবেন, উনাদের মাথায় তখন শুধু দেশের কথাই ছিল। আপনার আমার মত ব্লগীয় প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য উনারা জীবন বাজি রাখেন নাই। সুতরাং সীমিত জ্ঞান নিয়ে শেখ মুজিবকে ভারতের দালাল কিংবা মেজর জিয়াকে আএসআই এর দালাল বলার মত মূর্খতা করে নিজের দেশকে ছোট করবেন না। আমি নাম উল্লেথ করে ব্যক্তিগত শত্রুতা সৃষ্টি করতে চাই না, আমি বেশ কয়েকজনকে চিনি যারা যে কোন পোস্টে জিয়ার নাম দেখলে মূল নিক ও মাল্টি নিয়ে আজেবাজে কথা বলা শুরু করেন, জিয়া পাকিস্তানের চর ছিলো, আজীবন পাকিস্তান পন্থী ছিলো কোন প্রমান ছাড়াই এই কথা উনারা সব পোস্টে কপি-পেস্ট করেন। প্লিজ এই ছাগলামী বন্ধ করেন, নির্দিষ্ট করে আরো ২ জনকে চিনি যারা শেখ মুজিবকে গালি দিতে সিদ্ধহস্ত। উনারা কোন দেশের নাগরিক তা নিয়ে আমার কনফিউশন আছে। বাংলাদেশ না পাকিস্তান??
আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশ স্বাধীন না হলে আপনার আমার চেয়ে ওই দুজনের ক্ষতি হতো সবচেয়ে বেশি। শেখ মুজিবকে আজীবন জেলের ভিতরে কাটাতো হতো এমনি গোপনে মেরেও ফেলা হতো, আর মেজর জিয়াকে ফায়ারিং স্কোয়োডে গুলি করে মারা হতো। এরকম জীবনের ঝুকি নেওয়া ব্যক্তিদের আপনাদের কাছে দালাল মনে হয়?? পারবেন ব্লগ বাদ দিতে রাস্তায় নেমে দেশের জন্য এরকম ঝুকি নিতে?? পারবেন না আমি জানি।
সুতরাং আপনারা দয়া করে শোধরান, নাহলে আমরা আমজনতা আপনাদের সোজা করার সবগুলো পদ্ধতি জানি।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




