চাইলেই কাঁদতে পারি না
আমি ছেলেবেলায় নেই
আমার স্কুল নেই, ক্লাসরুম নেই, স্কুল ব্যাগ নেই
নেই নাকের ওপর চশমাওয়ালা স্যার, যে আমার চোখে সবচে জ্ঞানী
আমি সব শিখে গেছি, জেনে গেছি জীবন
শুধু স্বসস্তি টুকু নেই ...আজ কান্নার আনুমতি নেই
মায়াবি রাতের পাশে আমি সাদাকালো, আবহেলার মানুষ
সবার চোখের বিষ ... আহেতু স্বসপ্নের সালিশ
প্রান নেই, ঘ্রান নেই, সভাবিক বিচার নেই
হতাশার পাশে মদ নেই
আজ কান্নার আনুমতি নেই
বেহায়ার মতো আমি আমার কর্মের দাস
ধর্মের দাস, সময়ের, আধিকারের, আহ্লাদের আর প্রতিশ্রুতির দাস
আজ চাইলেই কাঁদতে পারবো না
আমার বৃষ্টি প্রয়োজন, কেউ দেখবে না
আমার বৃষ্টি প্রয়োজন...ভেজা শরীরে কান্না লুকানো যায়...
আত্মার সাথে থাকে আহংকার
জীবনের সাথে থাকে সততা
আহংকারের আধিকার কেবল সততার মাঝে থাকে
বারো পৃষ্ঠার জীবনে তেরো পৃষ্ঠার মার্জিন আঁকা যায় না
যেমন দূরের মানুষ কখনোই কাছের মানুষ হয় না
চাইলেই কাঁদতে পারবো না
জীবনের কাছে আতি ঘনিষ্ঠ সম্পর্কে দেয়াল ভাঙতে নেই
আতি আধিকার হয়ে ওঠে গরম ভাতে ছাই
আমার বেঁচে থাকার কোনও অর্জনে আজ সাহসটুকু নাই
আজ চাইলেই কাঁদতে পারবো না আমার বৃষ্টি প্রয়োজন,
কেউ দেখবে না আমার বৃষ্টি প্রয়োজন...ভেজা শরীরে কান্না লুকানো যায়...
_শাহান কবন্ধ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





