এঁকেবেঁকে একটা সরূ পথ টিলাটাকে জড়িয়ে উঠে গ্যাছে উপরে। আশেপাশে আরো কয়েকটা উঁচু নীচু টিলা। পথটা গিয়ে শেষ হয়েছে টিলাটার প্রায় সমতল শীর্ষে। নীচের দিকটা প্রায় সমান্তরাল হলেও উপরের দিকটা তীর্যক। পথটা ওখানে অনেকটা সিঁড়ির ধাপের মত। উপরে উঠেই এক চিলতে সমতল জায়গা। বুনো গাছে প্রায় জঙ্গল আশপাশটা। নাম না জানা বুনো ফুলের সুবাস আর একটা জংলা গন্ধ মিলেমিশে জায়গাটাকে অদ্ভুত মাদকতাময় করে রেখেছে। ভালোবাসার নিজস্ব কোন গন্ধ আছে কি? থাকলে তা বোধহয় এমনই হতো। সমতল জায়গাটা আস্তে আস্তে ঢালু হয়ে বেশ অনেকখানি গিয়ে মিশেছে পঞ্চমীর চাঁদের আকৃতির জলাভূমিতে। জলাভূমির ওপাশটায় কয়েক সারি মাঝারি আকৃতির টিলা নিশ্চল দাঁড়িয়ে। দূর থেকে দেখে মনে হয় ভাবনায় মগ্ন কোন প্রাচীন পুরূষ। ওপাশের টিলা গুলোতে বড় গাছের প্রাধান্য। দিগন্ত ফুঁড়ে মাথা উঁচিয়ে থাকে গাছগুলো। জলাভূমির এ প্রান্তে ঘন সবুজ ঘাসের আস্তরণ। ডাঙ্গার প্রান্তে গাছের গুঁড়ির খুঁটির উপর গড়া ছোট্ট একটা মাচা। কাঠের পাটাতন। উপরে ছোট্ট দোচালা। খুঁটিগুলোর কোনোটা ডাঙ্গায়, কোনোটা জলের মাঝে। ছোট্ট একটা সিঁড়ি টিলা থেকে একটু উঁচু হয়ে মাচাটায় গিয়ে মিশেছে।
হাত ধরাধরি করে সরূ পথটা বেয়ে উঠে যায় পরী আর আকাশ। শেষের ধাপগুলোতে সাবধানী পা ফ্যালে পরী। একটু হাঁপিয়ে ওঠে। নাকের নীচে জমে ক্ষুদে স্বেদবিন্দু। আকাশের হাতে চাপ বাড়ে। উপরে উঠে বড় শ্বাস নিয়ে শ্বাস পশ্বাস টা স্বাভাবিক করে নেয়। তারপর দু’জনে এগিয়ে যায় ওদের মাচাটার দিকে। শুধু ওদের দু’জনের মাচা, পুরোটাই স্বপ্ন আর কল্পনার। অনেক দিন ধরে তিল তিল ক’রে কল্পনায় ওরা গড়েছে ওই মাচা আর আশেপাশের প্রকৃতি। এখন যেনো দু’জনেই চোখ বুজলেই দেখতে পায় ওদের সবচেয়ে প্রিয় জায়গাটা। ওদের ভালোবাসার কতোটা সময় কেটেছে ওই মাচাটায়। কখনো দু’জনে, কখনো বা একা। কখনো আকন্ঠ ভালোবাসায় ডুবে দু’জনে হাত ধরাধরি করে বসে থাকে ওখানে, কখনো গভীর বিষাদ আর অভিমানে একা একা।
মাচাটার শেষ প্রান্তে পা ঝুলিয়ে ব’সে নীচে তাকালে স্থির পানিতে দেখা যায় যুগল ছায়া। হঠাৎ জোরালো হাওয়ায় ছোট ঢেউ উঠলে ছায়াদু’টো ভেঙ্গেচুরে যায়, আবার স্থির হয়। কখনো দূরে হঠাৎ চোখে পড়ে জলে ভেসে যাওয়া পাতার মত ছোট্ট ডিঙ্গি। ওখানে গেলে কথার চেয়ে নীরবতাই যেনো বেশী কাম্য। মাঝে মাঝে টুক্রো টুক্রো কথা, বাকীটা সময় দূরে তাকিয়ে থাকা। কখনো দৃষ্টি দিয়ে ভালোবাসার মানুষটাকে ছুঁয়ে দেওয়া। পূর্ণীমায় জলাশয়টা যেনো একটা তরল রূপোর আধার। তাছাড়া বাকী সব যেনো এক রহস্যময়তার আলোয় মোড়া।
এবারের New Year এ আকাশে থাকবে এক ফালি সরূ চাঁদ। ঘন কুয়াশার চাদরে হয়তো তা মুখ লুকিয়ে রাখবে সারাক্ষণ। তবুও নিশ্চিত ভাবেই ওরা সেই রাতে যাবে ওদের মাচাটায়। রহস্যময় প্রকৃতি চারদিকটা বিস্তার করে থাকবে আর বিচ্ছিন্ন ক’রে রাখবে প্রচন্ড ভালোবাসায় আক্রান্ত দু’টো মানুষকে বিশ্ব চরাচর থেকে। দুজনার ভালোবাসায় মগ্ন হয়ে থাকবে ওরা। নতুন বছরের নতুন দিনে একটাই চাওয়া ওদের। ওদের ভালোবাসা যেনো বদলে না যায়, সব নতুনের জোয়ারে ওদের তিল তিল করে গড়া ভালোবাসা যেনো ভেসে না যায়, আজীবন যেনো বেঁচে থাকে ওদের ভালোবাসা আর মাচাটা যেনো ওদের ভালোবাসার সময়গুলো নিজেতে ধারণ ক’রে আগলে রাখে ওদের। বাকীটা জীবন যেনো ফিরে ফিরে আসে দু’জনেই ওদের প্রিয় মাচাটায়।
The Introduction
More about Pori & Akash

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




