গুজব আছে চা খেলে নাকি গায়ের রং কালো হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন চা খেলে ত্বক খসখসে হয়ে যায়। যা সৌন্দর্যের ব্যাপক হানি ঘটায়- হায়! হায়! খাইছে আমারে
না, আসলে এগুলো কিছুই হয় না । তবে যে কোন জিনিসেরই গ্রহনযোগ্য মাত্রা আছে। তাই মাত্রাতিরিক্ত চা খেলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
আশার কথা হল - চায়ে রয়েছে ফ্লাভোনয়েড, যার মধ্যে রয়েছে চমৎকার এ্যান্টি অক্মিডেন্টস। এই এ্যান্টি অক্মিডেন্টস কালো এবং সবুজ দুই রঙের- যা চায়েই পাওয়া যায় প্রচুর পরিমানে। এটি হৃদযন্ত্র সচল রাখতে সাহায্য করে বেশি। গেবষণায় দেখা গেছে, ফলমুল বা শাক-সবজিতে যে পরিমান এ্যান্টি অক্মিডেন্টস পাওয়া যায় তার চেয়েও বেশি পাওয়া যায় চায়ে। তাছাড়া আছে ভিটামিন 'বি, ফলিক এসিড দুটি খনিজ পদার্থ ও ১৫টিরও বেশী অ্যামাইনো এসিড। আছে থায়ামিন কার্বহাইড্রেড, মেটালিজমের জন্য যা দরকার। আছে ভিটামি `সি' যা শরীরের জন্য অত্যান্ত প্রয়োজন। তাই চা- খেলে ত্বক কালো বা খস খসে হয়ে যায় - তা ঠিক না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




