সাদা আর কালো।
কিছু দাগাদাগি।
কম্পোজিশনটা সুন্দর।
হাতের চিঠিটার কথা বলছিলাম। হাতে লিখা।
ই মেইলের যুগে হাতের লিখা দেখতে মজা লাগছে। নাকের কাছে নিয়ে যেন তার ঘ্রাণ পেলাম, জানি কল্পনা সত্যি তো আর পাওয়া যাবে না, তাও ভালো লাগাটুক অন্যরকম।
গোলাটে অক্ষরগুলোর গভীরতার ব্যবধান কি আবেগের ভিন্নতার জন্য? না পড়লে বোঝার উপায় নেই।
কিন্তু কেন যেন মনে হচ্ছে পড়লেই চিঠিটা আর চিঠি থাকবে না, কিছু কথা আর খবর হয়ে যাবে।
সকাল থেকে এখন পর্যন্ত না পড়ে থাকার এই কারণ।
চিঠির পুরো ব্যপারটাই কেমন যেন... মানবীয়...
হাতে হাত রেখে পাশাপাশি বসার মত... কানের কাছে ফিস ফিসে বলা কথার মত... ভালোবাসার স্পর্শের শিহরণের মত...
অক্ষর গুলোর উপরে আঙ্গুল বোলাতে বোলাতে মনে হল, চিঠি কি ভয়াবহ অযান্ত্রিক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



