পেঁচা স্বভাবের হওয়ায় চাঁদের সাথে আমার দোস্তি অতিপুরাতন। আমার খুব প্রিয় বন্ধু সে, তাই তার গতিবিধির উপরে আমার নজর থাকেই। আর তার সাথে দেখা হলে তো কথাই নেই, যাই হোক না কেন আমার মন ভালো হবেই।
আজ পূর্ণিমা। মাঘী পূর্ণিমা।
কুয়াশারা নেই আজ, মেঘেরাও আসেনি চাঁদের রাজত্বে হানা দিতে।
পরিষ্কার আকাশে একাই বসে আছে।
কুয়াশা ঢাকা আকাশে পূর্ণিমার আভাটা অন্য রকম হয়, সেটাই আশা করেছিলাম। হলো না দেখে খুব যে খারাপ লাগছে এমন না।
চাঁদের আলোয় তার নিচের ঘুমন্ত শহরটাকেও কেমন যেন মায়াময় লাগছে। রাস্তার ল্যাম্প পোস্ট গুলো যেন রাস্তার অফসেট তৈরি করেছে বিশ ফুট ওপরে। গাছ গুলোকে অন্যরকম লাগছে জ্যোৎস্নায়। ইট-সিমেন্টের দালানগুলোকেও কেমন মায়াময় লাগছে। আমার মত আরও কিছু পেঁচার জানালায় আলো।
বাতি নিভিয়ে দিলাম, কিন্তু পার্থক্য হলো না খুব বেশি। আলোর উৎস পরিবর্তনে ছায়ার দিক পাল্টালো শুধু।
এক আঁজলা জ্যোৎস্না নিয়ে তাতে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে ইচ্ছে করছে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



