সেই তুমি আমার জীবনের চাওয়া
রক্তিম সুর্যাস্ত, সোনালী প্রভাত
নিশ্চিদ্র রজনী, উপেক্ষিত অমানিশা।
সেই তুমি আমার স্বপ্নিল মাধুরি
মধুচন্দ্রিমায় তোমাকে হেরি-
পার্বত্যের সুউচ্চ চুড়ার বুকে
হয়তো আমার এটা কল্পনা
নয়তো তব রোশনি করেছে উদ্বেলিত।
সেই তুমি আমার হাজার বছরের চেতনা
নিকের দেখা মোরে করেছে উন্মাদ
সবুজের গালিচায় শুয়ে আছো
রক্তাক্ত দেহ লুটিয়ে
তা আমি কখনও সইতে পারি না।
সেই তুমি গোধুলি লগনে হাস্যোজ্জ্বল তরুনী
তরা ফিরে এসো, বে মোর
শৃগাল-হায়েনার বিভৎস দৃশ্য
তবু তুমি মোর হৃদয়ের উর্বশী
সেই তুমি মাতৃভুমি বিজয়ের গান
উৎসর্গ তোমাকেই,
শূধু তোমাকেই।
সেই তুমি আমার জীবনের চাওয়া
রক্তিম সুর্যাস্ত, সোনালী প্রভাত
নিশ্চিদ্র রজনী, উপেতি অমানিশা।
সেই তুমি আমার স্বপ্নিল মাধুরি
মধুচন্দ্রিমায় তোমাকে হেরি-
পার্বত্যের সুউচ্চ চুড়ার বুকে
হয়তো আমার এটা কল্পনা
নয়তো তব রোশনি করেছে উদ্বেলিত।
সেই তুমি আমার হাজার বছরের চেতনা
নিকের দেখা মোরে করেছে উন্মাদ
সবুজের গালিচায় শুয়ে আছো
রক্তাক্ত দেহ লুটিয়ে
তা আমি কখনও সইতে পারি না।
সেই তুমি গোধুলি লগনে হাস্যোজ্জ্বল তরুনী
তরা ফিরে এসো, বে মোর
শৃগাল-হায়েনার বিভৎস দৃশ্য
তবু তুমি মোর হৃদয়ের উর্বশী
সেই তুমি মাতৃভুমি বিজয়ের গান
উৎসর্গ তোমাকেই,
শূধু তোমাকেই।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




