কিছু একটা হয়েছে
কিছু একটা হতে যাচ্ছে
কিছু একটা হবেই হবে,
এসব যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো
তবে তুমি তাকে প্রতিহত করার
যেটুকু প্রয়াস করবে,
তাতেই একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
যা কিছু হচ্ছে তা তো হচ্ছে
যা কিছু হবে তাও হয়তো হবে
যা কিছু হয়ে গেছে তার সবটাই
যদি তোমাকে উচিত শিক্ষায় কিছু শিখিয়ে যায়
তবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
অন্ধকারেও কিছু আলো থাকে
বিপদেও কিছু উপায় তো মেলে
ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে কিছু সৃষ্টির জন্য
যদি তুমি নিজেকে সতর্ক কোন নাবিকের মত
হাল ধরতে পারো
তবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


