বরাবরের মতই সেমিস্টার শেষে হিসাব কষতে থাকি কি পেলাম আর কি হারালাম !!
সুফল ঃ
১। প্রথম ১ সপ্তাহ পকেট ভারি থাকে । বন্ধুদের সকল বিল একাই বহন করে বিল গেটস মত পার্টে থাকি ।
২। নতুন ক্লাস নতুন টিচার নতুন বন্ধু । অবশ্য সব সময়ই আশায় থাকি কিছু নতুন মেয়ে ফ্রেন্ড হবে ।
৩। বাসায় রাত হলেউ কেউ কিছু বলে না মনে করে ছেলে আমার পরাসুনা নিয়া ব্যস্ত ।
কুফল ঃ
১। রেজাল্ট কি করলি , কবে দিব , তর রেজাল্ট কি জীবনে দিব না।
২। সকাল ৮ টায় ক্লাস করতে হয়।।।
আমি আমার কথা তুলে ধরলাম কার সাথে মিলে গেলে কমেন্ট করেন .।.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



