আমার একটা বদঅভ্যাস ছিল-রাস্তাঘাটে মোটামুটি সুন্দরী কোনো মেয়ে দেখলেই “হা” করে তার দিকে তাকিয়ে থাকাতাম। এটাকে বদঅভ্যাস বলা কি ঠিক হচ্ছে কিনা জানিনা! সৌন্দর্য তো উপভোগ করার জন্যই, তাই না?...যদি প্রানখুলে উপভোগই না করি তাহলে তো সেই সৌন্দর্যকেই অবমাননা করা হয়, কি বলেন?
যাই হোক, দুঃখের কথা বলি। ছেলে হিসেবে নাকি আমি মোটামুটি স্মার্ট এবং সুদর্শন। বন্ধুবান্ধব একথা প্রায়ই বলে। কিন্তু আমার সন্দেহ ছিল আমি কি আসলেই সুদর্শন কিনা! যদি তাই হই তাহলে আমি তাকালে মেয়েরা এত বিরক্ত হয় কেন? কদিন আগে এক বন্ধুকে বললাম, "“দোস্ত, আমার চেহারা বোধ হয় মেয়েদের কাছে খুবই অনাকর্ষনীয়। কোনো মেয়ে তো আমার দিকে তাকায়ই না বরং আমি তাকালে এমন একটা ভাব দেখায় যে কোনো বিদঘুটে প্রানী তার দিকে তাকিয়ে আছে!”" বন্ধু হেসে বলল, "“তুই কি কখনো কোনো মেয়েকে তোর দিকে তাকানোর সুযোগ দিছিস?”" আমি ওর কথার আগামাথা বুঝলাম না। বোকার মত বললাম, “"দোস্ত, একটু বুঝায় বলবি?”" জবাবে ও বলল, “"শোন একটা কাজ করবি...আজকে থেকে কোনো মেয়ের দিকে তাকাবিনা। দেখবি যে মেয়েরা তোর দিকে তাকাচ্ছে”।" আমি বললাম, “"যদি নাই তাকাই তাহলে এটাই বা বুঝব কেমনে যে মেয়েটা আমার দিকে তাকাইছে?”" বন্ধু বলল, “"তাও একটা কথা! এক কাজ করিস...“ধর তুই রিকশা দিয়ে যাচ্ছিস, অপর সাইড থাকে একটা মেয়ে রিকশা দিয়ে আসছে। নরমালী তো এসব মোমেন্টে তুই হা করে মেয়েটার দেকে তাকায় থাকবি কিন্তু এখন থেকে না তাকিয়ে অন্য দিকে মুখ ফিরায় রাখবি তারপর হঠাৎ করে মেয়েটার দিকে তাকাবি। এই টেকনিক ফলো করলে বুঝবি মেয়েটা এতক্ষন তোর দিকে তাকায় ছিল কিনা!!"
আমি টেকনিকটা ফলো করতে লাগলাম এবং মেক্সিমাম ক্ষেত্রেই দেখলাম যে মেয়েরা প্রথমে আমার দিকেই তাকায় থাকে কিন্তু যেই চোখে চোখ পড়ে...একটা আলগা ভাব নিয়ে চোখ সরায় ফেলে।
মেয়েদের আলগা ভাবগুলা দেখলে আগে কষ্ট লাগত এখন হাসি পায়!! আর এখন অবশ্য মেয়েদের দিকে খুব একটা তাকাই না...টাইম কই??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





