শরীরটা ভাল যাচ্ছে না
পেটে চিনচিনে ব্যথা, মাথাটা ঘোরে
বমি বমি ভাব হয়
প্রায়ই চোখে আন্ধার দেখি
স্পষ্টতই প্রেগনেন্সির লক্ষণ ।
তা হবে কীভাবে ?
আমিতো পুরুষ মানুষ,
পুরুষের কাজ ক্ষরণ করা-
ধারণ করা তো নয় ।
রূপকথার কোন পুরুষও তো গর্ভবতী হয়নি কোনদিন ।
অবশ্য এটাও জোর দিয়ে বলা যায়না
যুগ পাল্টে গেছে, সময়টাও বড় অদ্ভুত
বিচারপতিরা যখন ঘুষ খায়
ভাসুরের সাথে পরকীয়ায় লিপ্ত নারী যখন
মেরে ফেলে দুই নিষ্পাপ শিশু সন্তানকে
তখন এক পুরুষ গর্ভবতী হবে
এতে আশ্চর্যের কী আছে ?
আমি অবশ্য এখনো নিশ্চিত নই
মাসকয়েক পরে বোঝা যাবে
পেটটা ফুলে উঠবে গম্বুজের মতো
বন্ধু-বান্ধবরা বলবে-
এত তাড়াতাড়ি ভুড়ি বানিয়ে ফেললি ?
সেই ভুড়িও একদিন কমে যাবে- এবরশন হবে ।
এটাও খুব স্বাভাবিক
এখনতো প্রতিদিন হাজার হাজার এবরশন হচ্ছেই
পার্থক্য অবশ্য একটা আছে-
ওটা হচ্ছে নারীর এবরশন,
অবিবাহীতা কুমারীদের(?) এবরশন;
আর আমারটা হচ্ছে পুরুষের এবরশন,
অবিবাহিত এক কুমার পুরুষের এবরশন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




