কোরবানীর ঈদ আসলেই মনটা বড় খারাপ হয়ে যায়।
চোখের সামনে ভেসে উঠে রক্তাক্ত রাস্তা, বড় বড় দা নিয়ে রক্তের দাগ লেগে থাকা হুজুরদের দ্রুত পায়ে হেঁটে যাওয়া।
আমি সাধারণতঃ সেকেন্ড জামাত ধরি। বাসায় ফিরতে তাই রক্তাক্ত রাস্তা ধরেই বাসায় আসতে হয়। কেন যেন এক ধরণের আতংক আমাকে ঘিরে ধরে। ব্যাখ্যাহীন এক ধরণের আতংক। কোন যুক্তি যেখানে টিকে না।
এই ঈদ নাকি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। কিন্তু পশু জবাইয়ের পর শুরু হয় ভোগের উতসব।প্রায় সাত দিন ধরে ধরে মাংস ভক্ষণ উতসব। যেখানেই যাই মাংস আর মাংস।
যে গরুটাকে আমি নিজে হাত পা বেধে জবাই করতে দেখেছি, যে খাসিটা বানাতে আমি নিজে সাহায্য করেছি, সে গরু বা খাসিটার মাংস আমি খেতে পারি না। আমার ভেতর থেকে বমি আসতে চায়।
এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। কোন রকম ধর্মীয় বিদ্বেষ থেকে লিখিনি। কেউ কষ্ট পেলে সরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





