আজ এখন সাঈদীর রায় পড়া হচ্ছে। চারিদিকে মানুষের যেন তর সইছে না। কারো চোখ টিভির দিকে, যারা টিভি দেখতে পারছে না, অফিসে কর্মব্যস্ত, তারা ইন্টারনেটে আপগ্রেড জানার জন্য ক্লিক করছে। এই যে অস্থিরতা, এই যে আকুলতা মানুষের-এটাইতো দেশপ্রেম। দেশপ্রেমের কঠিন সংজ্ঞা আমি জানি না। আমি শুধু জানি, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে যখন বাংলাদেশের ৯ রান দরকার, তখন বুকের ভেতরে যে অস্থিরতা, শেষে ২ রানে হেরে যাবার পরে অজান্তেই চোখের কোণে জমে ওঠা পানির অপর নামই আমার মতো নতুন প্রজন্মের তরুণের কাছে দেশপ্রেম। রায় নিয়েই তাই টেনশনে আছি। কি হয়, কি হয়?
শাহবাগ আন্দোলনের আহবায়ক ইমরান ভাইকে অনুরোধ জানাবো, রায় যদি ফাঁসি হয়, তবে যেন না বলা হয়, এ রায় তাদের আন্দোলনের ফসল। এট বলা হলে বিচারের প্রতি কিছুটা অবমাননা করা হবে।
দ্বিতীয়ত, কাদের মোল্লার বিরুদ্ধে আপিলে ব্যারিস্টার রফিক-উল হক/ডঃ কামাল হোসেন এর মতো আইনজীবী সরকার পক্ষে নিয়োগ দেওয়ার জন্য প্রজন্ম চত্বর থেকে দাবি ওঠানো যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





