ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম এবং ইনস্টিটিউট অফ সাইক্রিয়াট্রি, কিংস কলেজ লন্ডন-এর মনোবিদরা জানিয়েছেন, উদারতা এবং পরোপোকার মানুষের জিনগত বৈশিষ্ট্য। আর চারিত্রিক এই বৈশিষ্ট্যের গুণেই মেয়েরা আকৃষ্ট হতে পারে।
গবেষকরা আরো জানিয়েছেন, কেবল শারীরিক যোগ্যতাই নয়, মানবিক গুনাবলিই শারীরিক সৌন্দর্যচেতনা ছাপিয়ে যেতে পারে। তার প্রিয় মানুষটির জন্য হাত বাড়িয়ে দেবার মনোভাবই ভালো ছেলেদের জয়ী করে তোলে। আর শিশুদের বড়ো করার ক্ষেত্রে এই গুণাবলীই কাজে লাগে বলে মেয়েদের পছন্দের শীর্ষেই থাকে ভালো ছেলেটি।
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের কিংস কলেজের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির মনোবিদ ড. টিম ফিলিপস জানিয়েছেন, ‘মানুষের মস্তিস্কের বেশীরভাগ বিকাশই হয় তার শিশু বয়সে। সেক্ষেত্রে অভিভাবকদের উচিত শিশুদের এমন শিক্ষা দেওয়া যেখানে সে একজন উপযুক্ত এবং দীর্ঘস্থায়ী সঙ্গী খোঁজার ক্ষেত্রে জয়ী হতে পারে।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে উদারতা খুব ভালো গুন। আর এই গুনই মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং সঙ্গী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে সাইকোলজি সাময়িকীতে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




