হাজার স্মৃতি আছে এই বৃষ্টিকে ঘিরে, আছে হাজার কথা, কোথাও কোথাও আবার কান্নাও জড়িয়ে আছে। এখন বৃষ্টি আমাকে আনন্দের চাইতে অশ্রুই বেশি উপহার দেয়। অতিতকেতো আর চাইলেই ভুলা যায়না, তাই হয়ত প্রতিবারেই মনের ক্যানভাসে উঁকি দিয়ে যায়।
সেই স্মৃতির বৃষ্টি আবার শুরু হয়েছে। কিন্তু আমি আজ নির্বিকার, এমনকি দেখার আগ্রহও কাজ করছে না। বরং বিরক্ত হচ্ছি!
সময় আমাদের মাঝে এতটা পরিবর্তন কি করে এনে দেয়!!!?
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





