*.TTF (True Type Font) ইনস্টল করার জন্যে নিচের কমান্ডগুলো ব্যবহার করুন।
প্রথমে ফন্টটি ডেক্সটপে নিয়ে আসুন। তারপর টার্মিনালে এইকমান্ডটি লিখুন -
$ sudo mkdir /usr/share/fonts/myfonts
এতে myfonts নামে ফোল্ডার তৈরী হবে।
এখন এই কমান্ডটি লিখুন -
$ sudo cp /home/user/Desktop/font-name.ttf /usr/share/fonts/myfonts/
ফন্ট নেম এর জায়গায় ফন্টের নামটি লিখুন।
এর পরে এই কমান্ডটি দিন -
$ sudo fc-cache -f
এটি ক্যাশ মেমোরী ক্লিয়ার করে দেবে।
হয়ে গেল *.ttf ফন্ট ইনস্টল করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




