সাথে আমার বন্ধু ছিল রিসাদ। দোস্তএই দিকে তাকাইস না। আমি বললাম শালা তোর মতলব কি? কিছুক্ষণ আগে না তুই পিচ্ছি মাইয়া দুইটার লগে টাংকি মারতে মারতে আসলি।
সে বলে তা টিক আছে। সেখানে তো জানের রিস্ক ছিল না। এইখানে তো তোর সাথে আমার ও জীবন নিয়ে টানাটানি আরম্ভ হবে।
আমি বললাম কেন? কি হইছে?
ও বলে সবুজ-হলদে শাড়ির মেয়েটি পুলকের প্রেমিকা।
আমি বলি পুলক মানে? পুলক বিশ্বাস?
পুলক ছিল ছাএলীগের নামকরা ক্যাডারদের একজন।
ও বলে, হ ।
তো কথা না বাড়িয়ে যেকাজে আসেছি সেইকাজে মনযোগী হলাম। 2য় তলা থেকে নীচে নামতে দেখি মেয়েটি পাগলের মত কাদছে। সাথে দুটি ছেলে সান্তনা দিয়ে নিয়ে যাচ্ছে।
পাড়ার মোড়ে আসতে শুনলাম। পুলক কে নাকি তার বেডরুমে ঢুকে গুলি করে মারা হয়ছে কিছুক্ষণ আগে। আমার আর কিছু ভাল লাগছিল না। শুধু মনে পড়ছিল মেয়েটি সুন্দর অপলক চোখ দুটি।
এই চোখের প্রতীক্ষা মনে হয় জীবনে শেষ হবে না। সময়ের শত ব্যস্ততার মাঝে ও ভালবাসা দিবস থাকে দেবে তীব্র কষ্ট।
আমার কেউ না মেয়েটা, তবুও মনে পড়ে প্রতি সেই চোখজোড়া। যার প্রতীক্ষা শেষ হবার নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




