প্রশ্নঃ নির্বাচন নিয়ে কি ভাবছেন ?
উত্তরঃ
১। ভিক্ষুক - আমি কিছু জানিনা বাবা !
২। টোকাই - আমার ভোট নাই !
৩। রিক্সাওয়ালা - খালেদারেও দিমু না হাসিনারেও দিমু না!
৪। মাছ বিক্রেতা - কোন মাইয়্যা মানুষরে ভোট দিব না!
৫। কৃষক - কাউরে ভোট দিয়া আমাগো কোন লাভ নাই! আমরা চাই নায্যমূল্যে সার। পোলাপান লইয়া ভালভাবে বাইচা থাকতে চাই।
৬। ট্যাক্সি ড্রাইভার - স্যার আমাদের আর কি ভাবনা, সরকারে কে গেল আর কে আসলো তা'তে আমাদের কোন লাভ নাই। সব চোরের দল!
৭। অফিসের পিওন - জানিনা !
৮। সচিবালয়ের দারোয়ান - আমার কাছে সব এক!
৯। স্কুল শিক্ষক - কাকে যে ভোট দিব তাই ভাবছি! দেখি কি হয় !!
১০। গার্মেন্টস শ্রমিক - যেইই জিতুক, আমরা হরতাল চাই না!
১১। গৃহবধু - ভাইরে, সংসার আর ছেলেমেয়ের পড়াশুনা নিয়ে যে ব্যস্ত থাকতে হয়, ভোট নিয়ে আর কি ভাবব!! বাজারে যেতেই ভয় লাগে! দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে কারো কি কোন ভাবনা আছে?
১২। বিজনেস এক্সিকিউটিভ - হাসিনা বা খালেদা জিতলে আমার কি বেতন বাড়বে?
১৩। ব্যবসায়ী - আমরা চাই সুন্দর বিজনেস এনভায়রনমেন্ট। হরতাল, স্ট্রাইক আর চাই না। রাজনীতির নামে চাঁদাবাজী থেকে রেহাই পেতে চায়।
১৪। রাজনৈতিক কর্মী - আর কত দিন ধৈর্য্য ধরে থাকব! পার্টি ক্ষমতায় এলে সব লস পুষিয়ে নেব!
১৫। রাজনৈতিক নেতা - নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমার দল অবশ্যই ক্ষমতায় আসবে!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




