আওয়ামী লীগের মহাসমাবেশ থেকে ওদের জনপ্রিয়তা বোঝা যায়।
গতপরশু বিএনপির মহাসমাবেশ হলো। সকাল দশটার আগেই রাস্তাগুলো লোকে লোকারণ্য। পুলিশ / র্যাব কোণঠাসা হয়ে পড়ে এক কোনায় জড় হয়ে রইল। ভাষণ শুরু হলো তখন থেকেই, যদিও অফিসিয়ালি দুটোয় শুরু হওয়ার কথা।
আর আজকে ? তিনটায় শুরু হবে, আগে থেকেই তারা বায়তুল মোকাররমের গেইট বন্ধ করে দিয়েছে। পুলিশ বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসিয়েছে। কিন্তু আসল জিনিস নাই -- মানুষ নাই। ব্লগগুলোও চুপচাপ, বিডিনিউজ কিংবা বাংলানিউজও তেমন কিছু করার নিউজ পাচ্ছে না।
আর এতদিন ধরে "১৪ মার্চ মহাসমাবেশ" বলে এসে এখন বলছে "জনসভা"। কারণ জানে যে লোক হবে না।
বেশ, বেশ।
১. বায়তুল মোকাররমের সামনে গেইট বানিয়েেছ। (আ.লীগ বড়ই ইসলামপন্থী!)
২. পবিত্র কোরআন এবং আরও পবিত্র গীতা (!) পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে সমাবেশ। (কারণ বাংলাদেশীরা কেবল দুই ধর্মের -- হিন্দু, মুসলমান। আর তাদের সংখ্যাও সমান, তাই উভয় ধর্মের গ্রন্থ পাঠ হয়েছে)
৩. বাংলানিউজ লিড করেছে -- "নির্ধারিত সময়ের আগেই শুরু হলো জনসভা"। (ভিতরে পড়ে দেখা গেলো, দশ মিনিট আগে মাত্র)
৪. জানের ভয় কত দেখেছেন হাসিনার ? বাংলানিউজে ঢুকে দেখেন, বুলেটপ্রুফ কাঁচ বসিয়েছে। কীসের এত ভয় ? আবার দেখেন, ডগ স্কোয়াড দিয়ে সার্চ করছে। রাস্তাঘাটে ব্যারিকেড। এত সিকিউরিটি, আর্মি, তারপরও কাঁচ।মনে আছে, মইন-ফখরুর সময় হাসিনা কাঁচের পিছনে বক্তব্য দিয়েছিলো জনসভায় ?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




