প্রথমত, শেখ হাসিনা বলেছেন যে বিএনপি নিজেই ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে।
সরকারের আরও কেউ কেউ এজাতীয় মন্তব্য করলেন।
সেই একই সরকারের অধীন rab-police বললো যে তারা ইলিয়াস আলীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমকালে প্রকাশ হলো যে দশটি শর্ত দিয়েছে সরকার, তারমাঝে উল্লেখযোগ্য কয়েকটি এই :
১. ইলিয়াসকে ঘোষণা দিতে হবে যে সে আর সক্রিয় রাজনীতিতে থাকবে না
২. বলতে হবে যে সুরঞ্জিতের ঘুষ কেলেঙ্কারিতে তার ড্রাইভার জড়িত
৩. বলতে হবে যে সে নিজেই আত্মগোপন করে ছিলো
এখন, ইলিয়াস আলী যদি বেঁচে থাকে, তাহলে অবশ্যই পুলিশ তার খোঁজ জানে (হয় পুলিশ জানে সে কোথায় আছে, নয় পুলিশের কাছেই সে আছে)।
বিএনপির লাগাতার হরতাল, ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ, আমেরিকায় বাংলাদেশ ককাসে আলোচনা, হিলারির সম্ভাব্য সফর -- এইসবই সরকারকে চাপে ফেলেছে, ইলিয়াস আলীকে উদ্ধার করার জন্য।
কিন্তু সরকার তা করতে পারছে না। ইলিয়াস আলী বের হয়ে যদি উপরোক্ত শর্তের কোনো একটা কথাও বলেন, তাহলে প্রকাশ হয়ে যাবে যে সরকারই তাকে গুম করেছিলো।
আর যদি তা না বলেন, তাহলে অবশ্যই বলবেন কারা তাকে গুম করেছিলো।
এখন ইলিয়াস মিডিয়ার সামনে আসা মানেই যেকোনো দিক দিয়ে সরকারের বিপদ।
সুতরাং, সরকারের দিক থেকে চিন্তা করলে, যদি তারা ইলিয়াসকে গুম করে থাকে (যা প্রায় শতভাগ সম্ভাব্য), তবে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।
সুতরাং, মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে ইলিয়াস আলী বেঁচে নেই, তাকে মেরে ফেলা হয়েছে। এবং সুরঞ্জিতের ঘুষ কেলেঙ্কারি চাপা দিতে যেমন ইলিয়াসকে গুম করা হলো, তেমনি ইলিয়াসের গুম চাপা দিতে আরো ভয়াবহ কোনো ঘটনা ঘটানো হতে পারে দেশে।
সবাই সাবধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




