
এই নিয়ে কয়েক বার জানতে চাইলো
“তোমার তৃষ্ণা মিটেছে”
বললাম, ‘না’
মেটাও, মিটিয়ে নাও -আমার তো সময় ফুরালো
এরপর তোমার জন্য আর ঝরবোনা
মাঠ ঘাট ভরাট হবে
টগবগে যৌবনে নদী থৈ থৈ করবে
…তারপর আপন মনে আরো কিছু বারিষাণ
পথের ধারে নদী,
ঝিল জলাশয় আবাদি অনাবাদি মাঠ
সর্বত্রই ছুটে গেলাম; জানতে পারি যদি
আট কুঠরী নয় দরজার মত তারাও কি তৃষিত
এত বারিষ এত ধারা
মিটেছে কী তাদের তৃষ্ণা সারা
মিটেছে কি আর কারো মনের অনল
পৌঢ় কয়লা……………………………
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




