প্রথমে তিনি গেলেন সার কাছে, তিনি যে উত্তর দিলেন তা বাংলায় ভাষান্তর করলে দাড়াঁয়, তিনি কম বাজেটে হানিমুন করার জন্য বউকে বাসায় রেখে একা একাই হানিমুনে গিয়েছিলেন, এতে তার ৫০% সাশ্রয় হয়েছিল ।
এরপর শহোমা গেলেন মিআই’র কাছে । তিনি নিরুত্তাপ কন্ঠে বললেন, তিনি সুকৌশলে হানিমুন বাজেটে ১০০% সাশ্রয় করেছিলেন । শহোমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে তা সম্ভব ! মিআই আবারো নিরুত্তাপ কন্ঠে বললেন, তিনি তার বউকে এক বন্ধুর সাথে হানিমুনে পাঠিয়েছিলেন ।
শহোমা সাক্ষাতকার নিয়ে ফিরতে ফিরতে ভাবলেন, বুদ্ধিটা প্রত্যুকে দিতে হবে...
~
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




