গত ২৫/১২/১২ তারিখে সি এম এইচ ঢাকায় বিনা অপারেশনে পালমোনারী ভালভ প্রতিস্থাপন।
বাংলাদেশ তথা সমগ্র দক্ষিণ এশিয়াতে এই অপারেশণ প্রথম । শুধুমাত্র ইউরোপ আমেরিকা ও সৌদি আরবসহ পৃথিবীর কয়েকটি সেন্টারে এই চিকিৎসা হয়ে থাকে ।
প্রথম রোগীর নাম জনি বয়স ১২ বছর, যার রোগের নাম টেট্রালোজি অফ ফেলোট । ইতিপূর্বে তার ২ বার ইন্ডিয়াতে অপারেশন হয়েছিলো , ৩য় বারের মতো অপারেশন ছিলো খুবই ঝুকিপূর্ন । তাই এটাই ছিলো তার একমাত্র অপসন ।
এই অপারেশনে অংশ নিয়েছিলেন সোদি আরব থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সমৃদ্ধ কার্ডিওলজিস্ট ডা মানসুর আল জোফান সাথে ছিলেন বাংলাদেশের বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ কর্ণেল নুরুন নাহার ফাতেমা ।
এই ঘটনা বাংলাদেশের চিকিৎসাজগতে মাইলফলক হয়ে থাকবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




