মঙ্গলবার দুপুর বেলা 1টা থেকে একে একে উপদেষ্টারা আসতে থাকেন সচিবালয়ের 6নং ভবনের পাঁচতলার পানিসম্পদ মন্ত্রণালয়ে। এখানে অবস্থান করছিলেন তথ্য, পানিসম্পদ ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুবুল আলম। অর্থ উপদেষ্টা হেঁটে হেঁটে পানিসম্পদ মন্ত্রণালয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ঘিরে ধরেন। তিনি অকপটে বললেন, খেতে যা"িছ। এর কিছু সময় পর এলেন কৃষি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সিএম শফি সামি। লিফটে ওঠার আগেই সাংবাদিকরা ঘিরে ধরলে তিনি আবারও বলেন, আশা করছি 24 থেকে 48 ঘণ্টার মধ্যে কিছু একটা হবে। মেঘ ফুঁড়ে সূর্যের আলো উঠবেঃ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 9 উপদেষ্টার জন্য জাতীয় প্রেস ক্লাব থেকে দুপুরের খাবার আনা হয়েছিল। কিন' স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর সুফিয়া রহমান শেষ মুহূর্তে জর"রি কাজের জন্য দুপুরের খাবারে যোগ দিতে পারেননি। বিদু্যৎ, জ্বালানি উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী অবশ্য জর"রি সরকারি কাজে দুপুর 12টায় সচিবালয় ত্যাগ করেন।
জাতীয় প্রেস ক্লাব থেকে আনা খাবারের মেনুতে ছিল ভাত, মাংস, নিরামিস ও ডাল। পরে অবশ্য সবাই চা পান করেন। ঘণ্টাখানেক সময়ে 8 উপদেষ্টা শুধু কি একসঙ্গে খেতে বসেছিলেন, নাকি অন্য কিছু বিষয় নিয়ে আলোচনাও করেছিলেন? এ প্রশ্নে একজন উপদেষ্টা জানিয়েছেন, খাওয়ার ফাঁকে ফাঁকে কিছু তো কথাবার্তা হবেই। সেটা শুধু অফিস কেন, বাসায়ও তো হয়ে থাকে। তবে হঁ্যা, বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে কিছু তো আলাপ হয়েছেই। জানা গেছে, একজন উপদেষ্টা সাংবাদিকদের গোয়েন্দার মতো পিছু লেগে থাকার বিষয়টি নিয়ে রসাত্দক আলোচনার অবতারণা করেন। তিনি অবশ্য বর্তমান সময়ে সাংবাদিকদের নিরব"িছন্ন পরিশ্রমের প্রশংসাও করেন। সিইসির সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনায় উঠে আসে। একজন উপদেষ্টা মুখ ফুটে বলেই ফেলেছেন, 24 ঘণ্টা কিন' অতিক্রান- হয়ে গেছেঃ।
খাওয়া-দাওয়া শেষ হলে সাংবাদিকরা ঘিরে ধরেন উপদেষ্টাদের। তবে সবার লক্ষ্য ছিল অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খানের দিকে। তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন- নতুন কোন তথ্য নেই তাদের কাছে। গত সোমবার যা ছিল মঙ্গলবার দুপুর পর্যন- তাই রয়েছে। তথ্য উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন' তা পারেননি। তিনি আবারও বললেন, সোমবার রাতেই বলা হয়েছে 24 থেকে 48 ঘণ্টা পর্যন- অপেক্ষা করতে হবে। এখনও নতুন কিছু বলার সময় হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



