শিরোনাম দেখে ভড়কে যাবেন না।এটি বাস্তব ঘটনা।
এখন রাত ১১টা৫১ ।আমাদের পাশের বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে চলছে তুমুল ঝগড়া। তাদের ঝগড়ার চেচামেচি,ধ্বস্তাধ্বস্তির তুমুল আওয়াজ আশেপাশের সকলকে নাড়া দিয়ে যাচ্ছে।
তাদের ধ্বস্তাধ্বস্তির কারণে বাচ্চা কান্নাকাটি করছে। কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই।এইমাত্র চড় থাপ্পরের আওয়াজ শুনলাম।মহিলা চিতকার করছে। মনে হয় পুরুষ লোকটি বেশ বিক্রম নিয়ে হাত পাকানোর কাজ চালাচ্ছে।
এ কলহ কখন যে নিষ্ক্রান্ত হবে বুঝতে পারছিনা।
এখন আমার মনে প্রশ্ন জাগছে তা হল ঈদ আসলে কি দাম্পত্য কলহ বাড়ে।মহিলাদের উপড় নির্যাতনও বাড়ে?
মানুষ কেন যে গায়ে হাত তোলে।কথা বার্তা বলে যে কোন সমস্যা সমাধান করা যায়।
আর যে শিশুটি তার মা বাবার ঝগড়া বিবাদ দেখে বড় হচ্ছে তার মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে- এ সত্য কি তারা বোঝেন না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





