ঈদ আসছে তাই বিভিন্ন জনের আব্দারের বাহার।এর প্রথম এবং প্রধান কৌশল হচ্ছে বখশিস।
যেখানেই যাই-রিক্সাওয়ালা,পিওন,কাজের বুয়া,পরিচিত সেলুন । সবারই এক কথা স্যার আমরা গরীব মানুষ।
বখশিস দিবেন না স্যার।
আজকে যে টাকা নিয়ে বের হয়েছি তার সবটাই গেছে এই বখশিস মেটাতে।
দিন শুরুতেই রিক্সাওয়ালা থেকে শুরু।১০টাকার রিক্সা ভাড়া । সেখানে ঈদের কথা বলে চাইল ঈদের বখশিস।ভাবলাম গরীব মানুষ ,দিলাম ৩০ টাকা।
অফিসের পিওন আসল,তারও বখশিস চাই।সে কয়েকজনকে(কলিগ) দেখিয়ে বলল,তারা ঈদের বখশিস দিছে।
কি করি মান বাচাতে দিতে হল ২০০ টাকা।
আবার বাসায় ফিরব,বাসের জন্য অপেক্ষা করছি। পরিচিত কাউন্টারম্যান হাজির-ঈদ মৌসুম তাই বখশিস চাই।
দিলাম ৫০ টাকা।
বাসায় ফেরার আগে ভাবলাম আগামিকাল বাড়ি যাব ,চুল কাটিয়ে যাই।
সেও পরিচিত।
যথারীতি তার দাবী- বখশিস। তাকেও দিতে হল ১০০ টাকা।
এখন চিন্তা করছি বাড়িতে গেলে আরো কত বখশিসের পাল্লায় পড়তে হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





