সাকিব আল হাসান নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমাদের দেশে একজন সাকিব আল হাসান আছেন এটা অন্য দেশের ইর্ষার ব্যাপার। কিন্তু কিছু মানুষ থাকে যারা নিজের খাবার প্লেটকে নিজেই ফুটো করতে পছন্দ করে। সাম্প্রতিক সময়ে ফেসবুকে অধিকাংশ পেজে একটা ব্যাপার খেয়াল করলাম। সাকিব আল হাসানের সাথে একটা বুড়ি টাইপ মেয়ের কিছু অন্তরঙ্গ ছবি। ফেসবুকের অনেক বলদ পেজ এডমিন এগুলোতে ক্যাপশন দিচ্ছে “আমাদের জাতীয় ভাবী”।
বলদ বলার কারনটা আশা করি ধরতে পেরেছেন। না পারলে আমি জানাচ্ছি। উপরের ছবিটা দেখুন, এই মহিলার সাথে সাকিবের হাত আর কব্জির পার্থক্যটা। এডিটর সাহেব হাতের থেকে কব্জির অংশ বেশি মোটা করে ফেলেছেন। একটা নয় তারা রীতিমতো সিরিজ তৈরি করে ফেলেছে।
আজকের ফটোশপের দুনিয়ায় কি না সম্ভব। অথচ সেটা আমরা সবিনয়ে বিশ্বাস করে গিলছি। অনেকেই দেখলাম সাকিবকে নিয়ে বাজে কমেন্টও করছে। আর একটা কথা, এত ক্লোজ ছবিগুলো মিডিয়ায় কিভাবে আসে? সে কি সাকিবের ইয়ার দোস্ত নাকি ঐ মেয়ের আসল বয়ফ্রেন্ড? সে যদি সত্যিও সাকিবের কিছু হয় তাই বলে এমন বিছানা যাপনের ছবি মিডিয়াতে দেবে?? আমরা যারা বাজে কমেন্ট করছি তাদের মাথায় কি এই চিন্তাটা আসলো না।
শুধু অবাক হই এটা ভেবে আমাদের মানসিকতা আজ কোন পর্যায়ে নেমেছে। কাকে নিয়ে মজা করা যায় সেই কমনসেন্সটুকুও মানুষের নাই। যাকে মাথায় তুলে নাচা উচিত তাকে নিয়ে এসব কুরুচিপূর্ন কাজ করে যাচ্ছি আমরাই। বেহায়াপনা কোন সিঁড়িতে পা রেখেছি সেটা কেউ ভাবছে না। আমাদের আছেন একজন বিশ্বসেরা অলরাউন্ডার, আছেন একজন ম্যাচ উইনার, বিশ্বক্রিকেটে বাংলাদেশের একজন এম্বাসেডর। বাংলাদেশের জন্য মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমরা মনে হয় সাকিব আল হাসানের মতো রত্নের ভার রাখার যোগ্য নই। তা না হলে এমন কেন হবে?
ফেসবুকে সাকিব আল হাসান পেজে দেখলাম একটা স্ট্যাটাস। সেখানে খুব সুন্দর করে সত্যিটা বলার চেষ্টা করা হয়েছে। মিথিলা নামের এক আইডি থেকে এসব করা হচ্ছে। আমি জানি না সে কোন টাইপের অমানুষ। যে মানুষটা আমাদের বাংলাদেশকে বিশ্বদরবারে চিনিয়ে দিলো, কল্পনার বাইরের কিছু স্বপ্ন রঙ্গিন করে দিলো তাকে নিয়ে এসব করতেও আমাদের বাধে না।
হঠাৎ পাওয়া সাকিব আল হাসানের মতো মানুষ হয়তো আমরা হজম করতে পারছি না। আমরা যে ভেজালে অভ্যস্ত, এত খাটি জিনিসে আমাদের বদহজম হবে এটাই স্বাভাবিক। আমি জানি এতে কিছু ভুল ধারনা ছাড়া সাকিব আল হাসানের কিছুই হবে না। সাকিব নামের তারকার দ্যুতি অমলিনই থাকবে।তবুও এসব বিকৃতরুচির মানুষের উদ্দেশ্যে একটাই কথা, “আরে ব্যাটা, সাকিব গর্বের বস্তু, ফাইজলামির নয়”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




