![]()
কেউ যেন জ্বালিয়ে দিয়েছে খড়ের গাদা
অপূর্ব দাবানলে মুগ্ধ হাসে বনভুমি।
আলোর চুপকথা পড়ে নেয় সবুজ তৃনের ডগা
ঘাসফুল, কাশবন আর জলধির প্রান্ত
কি ভয়ানক সুন্দর!
যেন অষ্টাদশীর শরীর বেয়ে ঠিকরে বেরোয় নিষিদ্ধ লোবান
মেঘের সৈকতে হেটে যায় চন্দ্রাবতী, প্রাণঘাতী!
বুভুক্ষ জমিনে যেন তার অনেকটা ঋণ
পিচঢালা রাস্তা, একাকী মেঠোপথ জুড়ে
অকৃপন লেপ্টে দিয়েছে আদর, অপার্থিব আলিঙ্গন।
এসেছে কুঁড়েঘরে, দানবীয় অট্টালিকায়
এসেছে নদীতীরে, বিরান উপতক্যায়
এসেছে বুকজুড়ে, প্রেয়সীর মতো চিকন ব্যাথায়!
সুউচ্চ মগডালে, কবিতার পাকস্থলীতে, মনোযোগী তৈলচিত্রে।
এ আকাশটা আমার
এ আকাশটা তোমারও
এ আকাশটা আমাদের!
গাঢ় তমিস্রায় এ এক আশ্চর্য্য আলোর মিছিল
সত্য আর পবিত্র!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




