উন্মাতাল যমুনায় চর জেগেছে সেতো কবেই
আমার দ্বারে এসে কতবার অধঃমুখে ফিরে গেল শ্রাবনের প্রবল বর্ষণ
ঈর্ষায় জ্বলে গেছে মেঘ, জলসিঞ্চনে ভুলে গেছে হিমালয়!
তবু আমি সেই নতমুখ
আমায় ক্ষমা করো---
আমি এর বেশি কাঁদতে পারিনি!
গত বসন্তের বয়সী কোকিলটার মৃত্যু হলো সেদিন
আগুনে শিমুল পলাশ; ওরাও কুর্নিশ করে গেছে আমার রক্তজবা চোখ
সময়কে বুকে ধরা শতায়ু গাছ, সাহস করেনি চণ্ডীদাস!
তবু আমি সেই পরাজয়
আমায় ক্ষমা করো---
আমি এর বেশি অপেক্ষা করতে পারিনি!
প্রাচীন শারীরিক কাঠামোয় ক্রমশই বেড়েছে হৃদয়ের প্রত্নতাত্তিক মূল্যবোধ
অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।
মানবিক দৃষ্টির অব্যর্থ নির্যাস, আমি তাতে পবিত্র হই প্রতিদিন!
তবু আমি সেই অভিযোগে ন্যুজ প্রেমিক
আমায় ক্ষমা করো---
আমি এর বেশি ভালোবাসতে পারিনি!